দিল্লি, ১০ মে: ইমরান খানের (Imran Khan) গ্রেফতারির পর থেকে পাকিস্তানের (Pakistan) একাধিক শহরে বিক্ষোভ শুরু হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর গ্রেফতারির পর পাকিস্তানের একাধিক শহরে বিক্ষোভ শুরু হয়েছে। ইমরান খানের গ্রেফতারির পর পিটিআইয়ের কর্মী, সমর্থকরা পাকিস্তানের বিভিন্ন শহরের বাস, ট্রাম, মেট্রো স্টেশনে আগুন ধরিয়ে দিতে শুরু করেন। ফলে পাকিস্তান জুড়ে তুমুল অস্থিরতা শুরু হয়ে যায়।
আরও পড়ুন: Imran Khan: গ্রেফতারির পর অত্যাচার করা হচ্ছে ইমরান খানকে; বিস্ফোরক অভিযোগ, দেখুন ভিডিয়ো
Metro Bus station punished after #ImranKhanArrest. pic.twitter.com/2vwAUwdQVl
— Hamza Azhar Salam (@HamzaAzhrSalam) May 9, 2023
ইমরান খানের গ্রেফতারির পর পাকিস্তানের সোয়াট মোটরওয়ে-তেও আগুন ধরিয়ে দেন পিটিআইয়ের কর্মী, সমর্থকরা। ফলে উত্তাল হয়ে ওঠে পাকিস্তানের বিভিন্ন এলাকা।
PTI workers take revenge from Swat Motorway for the arrest of their beloved leader, #ImranKhan. pic.twitter.com/wDR0vmJmSl
— Hamza Azhar Salam (@HamzaAzhrSalam) May 9, 2023
মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে গ্রেফতার করা হয় পিটিআই প্রধান ইমরান খানকে। ইসলামাবাদ হাইকোর্টের বাইরে পাকিস্তানি রেঞ্জার্সরা জড়ো হয়ে গ্রেফতার করে ইমরান খানকে। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।