COVID-19 Situation In South Africa: ভিলেন ডেল্টা, করোনার অতিসংক্রামক প্রজাতির থাবায় কাঁপছে দক্ষিণ আফ্রিকা
Coronavirus | Representational Image (Photo Credits: Pixabay)

জোহনেসবার্গ, ১ সেপ্টেম্বর: করোনাভাইরাসের অতি সংক্রামক প্রজাতি ডেল্টার থাবায় (Delta Variant) দিশেহারা গোটা দক্ষিণ আফ্রিকা (South Africa,)৷ বিজ্ঞানীরা জানিয়েছেন, সেখানে মহামারীর তৃতীয় ঢেউ বয়ে এনেছে করোনার সদ্য চিহ্নিত C.1.2৷ তবে ডেল্টাই এখানে সর্বেসর্বা, নতুন প্রজাতির সংক্রমণের ক্ষমতা তুলনায় বেশ কম৷ সংবাদ সংস্থা জিনহুয়া-র তথ্যানুসারে গত সোমবার রাতে এক কনফারেন্সে NICD-র প্রধান চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার জিনাল ভিমান বলেছেন, “এখনও পর্যন্ত সবথেকে বেশি সংক্রমণ ক্ষমতার অধিকারীর করোনার ডেল্টা প্রজাতি৷” গত মে মাসে নতুন C.1.2 প্রজাতিকে চিহ্নিত করা হয়৷ দেখতে দেখতে দক্ষিণ আফ্রিকার ৯টি প্রদেশে থাবা বসালেও এই C.1.2-র সংক্রমণ ক্ষমতা ৩ শতাংশের বেশি নয়৷ আরও পড়ুন-Delhi Schools Reopen: কোভিড প্রোটোকল মেনে খুলল স্কুল, আজ থেকে চালু রাজধানীর নবম-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস

বিভিন্ন গবেষণাগারে এখনও এই C.1.2 প্রজাতির পরীক্ষা নিরীক্ষা চলছে৷ তবে ধীরে ধীরে সংক্রমণের প্রবনতা বাড়লেও ডেল্টার কাছে তা কিছুই নয়৷ এই প্রসঙ্গে NICD-র NICD-র কার্যনির্বাহী পরিচালক অধ্যাপক আদ্রিয়ান পুরান বলেছেন, দক্ষিণ আফ্রিকাজুড়ে টিকাকরণ শুরু হয়ে গেছে৷ এই টিকাই জনসাধারণকে নয়া প্রজাতি থেকে বাঁচাবে৷ তবে গবেষণা নিরন্তর চলছে৷ তাই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই৷ তাছাড়া আমাদের করোনা প্রতিষেধক সমস্ত রকম মহামারী ও মৃত্যুকে রুখে দেওয়ার মতো শক্তিশালী৷ এছাড়া যেই মাত্র নতুন প্রজাতি ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট হিসেবে চিহ্নিত হবে, তখনই একে মাত্রাতিরিক্ত গুরুত্ব দেওয়া হবে৷