CM Mamata Banerjee. (Photo Credits: X@ANI)

৬ দিনের ব্রিটেন সফর সেরে কলকাতায় ফিরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। এদিন সন্ধ্যায় লন্ডন থেকে নেতাজী সুভাষবোস আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন মমতা। লন্ডনে বাংলায় শিল্প-বিনিয়োগ নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক সারেন মুখ্যমন্ত্রী। সেই সব বৈঠকে বাংলায় বিনিয়োগের আশ্বাস মিলেছে।

ঘটনাবহুল মমতার লন্ডন সফর

অক্সফোর্ডে বক্তব্য চলাকালীন এসএফআইয়ের বিক্ষোভ, লন্ডনের রাস্তায় হাঁটা, সৌরভ গাঙ্গুলির সঙ্গে গল্প সহ মুখ্যমন্ত্রীর ব্রিটেন সফর বেশ কিছু জিনিস সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে। বিশেষজ্ঞদের একাংশের দাবি, মমতার লন্ডন সফর বাংলায় বিনিয়োগের বিষয়ে বেশ সফল হয়েছে।

দেখুন কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা

মমতার অনুপস্থিতিতে কারা রাজ্য সামলাচ্ছিলেন

মুখ্যমন্ত্রী মমতার অনুপস্থিত গত কয়েক দিন রাজ্য সামলাচ্ছিল বিশেষ টাস্ক ফোর্স। যে টাস্ক ফোর্সে ছিলেন রাজ্যের পাঁচ মন্ত্রী (চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুজতি বসু ও শশী পাঁজা), দুই বড় পুলিশ কর্তা ও রাজ্য প্রশাসনের কয়েকজন শীর্ষস্তরের আমলা।

লন্ডন থেকে ফিরেই রাজ্য সামলানোর কাজ শুরু করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী।