দিল্লি, ১৪ জুন: জি ৭ (G7 Summit) সম্মেলন উপলক্ষ্যে ইতালির আপুলিয়ায় হাজির হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জি ৭-এ ঋষি সুনক, ইমানুয়েল মারকনের পর এবং ভলোদামির জেলেনস্কির (Volodymyr Zelenskyy) সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেনের প্রেসিডন্ট ভলোদিমির জেলেনস্কি ভারতের প্রধানমন্ত্রীকে দেখে তাঁকে উষ্ণ আলিঙ্গন করেন। এরপর দুই রাষ্ট্রনেতার মধ্যে বিস্তারিত আলোচনাও হয়। প্রসঙ্গত, জি ৭ সম্মেলনে রাশিয়ার-ইউক্রেন যুদ্ধ এবং গাজায় ইজরায়েলের হামলা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী বিস্তারিত আলোচনা করবেন এবং সমস্যার যাতে সুরাহা হয়, সে বিষয়ে আলোকপাত করবেন বলে তাঁর আপুলিয়া সফরের আগে জানা যায়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুধু তাই নয়, আলোচনার মাধ্যমে যে কোনও সমস্যার সমাধান সম্ভব বলে ভারত মনে করে। জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের পর এমনও মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদী। সেই সঙ্গে ভারতের সঙ্গে ইউক্রেনের দ্বিপাক্ষিক সম্পর্কও যাতে মজবুদ হয়, সে বিষয়ে জেলেনস্কির সঙ্গে মোদীর আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।
দেখুন ভিডিয়ো...
Had a very productive meeting with President Volodymyr Zelenskyy. India is eager to further cement bilateral relations with Ukraine. Regarding the ongoing hostilities, reiterated that India believes in a human-centric approach and believes that the way to peace is through… pic.twitter.com/XOKA0AHYGs
— Narendra Modi (@narendramodi) June 14, 2024
দেখুন ভিডিয়ো...
#WATCH | Prime Minister Narendra Modi holds a bilateral meeting with President of Ukraine Volodymyr Zelenskyy on the sidelines of the G7 Summit, in Italy. pic.twitter.com/lM4tw3rQNk
— ANI (@ANI) June 14, 2024