দিল্লি, ১৪ জুন: প্রধানমন্ত্রী মোদীর (PM Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করলেন ঋষি সুনক (Rishi Sunak)। জি ৭ সম্মেলনে (G7 Summit) হাজির হয়ে প্রধানমন্ত্রী মোদী এবং ঋষি সুনক সাক্ষাৎ করেন। ইতালির আপুলিয়ায় সুনকের সঙ্গে সাক্ষাৎ করে দুই রাষ্ট্রনেতা একে অপরকে উষ্ণ আলিঙ্গনও করেন। যদিও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদীর কী বিষয়ে কথা হয়,সে বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
দেখুন ভিডিয়ো...
#WATCH | Italy: Prime Minister Narendra Modi holds a bilateral meeting with UK PM Rishi Sunak in Apulia, on the sidelines of G7 Summit.
The two leaders share a hug as they meet. pic.twitter.com/X5ZFi7379l
— ANI (@ANI) June 14, 2024
ব্রিটিশ প্রধানমন্ত্রীর পাশাপাশি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মারকনের (Emanuel Marcon) সঙ্গেও সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদী। বিদেশমন্ত্রকরে মুখপাত্র রণধীর জয়সওয়াল ট্য়ুইট করো মোদী, মারকনের সাক্ষাতের বিষয়টি প্রকাশ করেন। দুই দেশের বন্ধুত্ব, পরমাণু শক্তি,মহাকাশ গবেষণা, শিক্ষার প্রসার যাতে একে অপরের উপর নির্ভর করে এগিয়ে চলে আরও ভালভাবে, সে বিষয়ে দুই রাষ্ট্রনেতার আলোচনা হয় বলে জানা যায়।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মারকনের সঙ্গে নরেন্দ্র মোদী...
MEA Spokesperson Randhir Jaiswal tweets, "PM Narendra Modi met President Emmanuel Macron of France on the sidelines of the 50th G7 Summit in Apulia, Italy. The two leaders discussed ways to further strengthen partnership including in areas of defence, nuclear, space, education,… https://t.co/WvQTV7LWxs pic.twitter.com/iRAmytU7cl
— ANI (@ANI) June 14, 2024
বৃহস্পতিবার ইতালির উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনডিএ সরকার কেন্দ্রে তৃতীয়বার ক্ষমতা দখলের পর এই প্রথম আন্তর্জাতিক সফরে গেলেন প্রধানমন্ত্রী।