দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট পদে বসলেন ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। ইতিমধ্যেই ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছেন রিপাবলিকানরা। আর ট্রাম্পের জয় নিশ্চিত হতেই বিশ্বজুড়ে বইছে শুভেচ্ছাবার্তা। আমেরিকার নয়া প্রেসিডেন্টকে ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বাইডেন পর্ব শেষ হলেও মধ্যপ্রাচ্য়ে অশান্ত কিন্তু এখনও অব্যাহত। ফলে ইজরায়েলের এখনও এই যুদ্ধে এগিয়ে আছে একমাত্র আমেরিকার জন্য। ফলে প্রেসিডেন্ট বদলে গেলেও সম্পর্ক যাতে কোনওভাবে না বদলায় তার জন্য ট্রাম্পের সঙ্গে সক্ষতা বজায় রাখতে আগেভাগেই শুভেচ্ছাবার্তা জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।
তিনি লেখেন, সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তনের জন্য ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্পকে অনেক অভিনন্দন। হোয়াইট হাউসে আপনার প্রত্যাবর্তন আমেরিকার নতুন অধ্যায়ের সূচনা করল এবং ইজরায়েলে সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক বজায় রাখার ইঙ্গিত দিল। আপনার সত্যিকারের বন্ধু বেঞ্জামিন ও সারা নেতানিয়াহু। ইজরায়েল ছাড়াও ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন এবং ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমান্যুয়েল ম্যাক্রন নয়া মার্কিন প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়েছেন।
Israeli PM Benjamin Netanyahu congratulates Donald Trump on his US presidential election win, calling it "history’s greatest comebacks" pic.twitter.com/d5ASwKm3xK
— IANS (@ians_india) November 6, 2024
French PM Emmanuel Macron congratulates Donald Trump on his US presidential election win pic.twitter.com/pnxXcNt2ES
— IANS (@ians_india) November 6, 2024