রাশিয়ার (Russia) সঙ্গে ইউক্রেনের (Ukraine) যুদ্ধ থামুক। চাইছে আমেরিকা (US)। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের বার্তা দিয়ে ট্রাম্প (Donald Trump) ইতিমধ্যেই জানিয়েছেন, রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনের যুদ্ধ অবিলম্বে বন্ধ হোক। দুই দেশে শান্তি যাতে বজায় থাকে, তার জন্য সম্প্রতি রুশ প্রতিনিধির সঙ্গে আমেরিকার কথাও হয়। তবে সেই আলোচনার টেবিলে ছিল না ইউক্রেন। অর্থাৎ ইউক্রেনকে বাদ দিয়ে কেন শান্তি চুক্তি নিয়ে কথা হবে, সে বিষয়ে প্রশ্ন তুলছে ইউরোপীয় ইউনিয়ন। এসবের মধ্যেই এবার ফ্রান্সের প্রেসিডেন্টট এমানুয়েল মারকন (Emmanuel Macron) সাক্ষাৎ করলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। সেখানে দুই রাষ্ট্রনেতার মধ্যে ইউক্রেন, রাশিয়ার যুদ্ধ নিয়ে কথা হয়। তবে শান্তি চুক্তি মানে এই নয় যে ইউক্রেন আত্মসমর্পণ করবে। এমন মন্তব্যও করতে শোনা যায় মারকনকে। অর্থাৎ ট্রাম্প যতই ইউক্রেনকে পাশে সরিয়ে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে আগ্রহী হন না কেন, ইউরোপীয় ইউনিয়ন যে মোটেই তাতে সায় দেবে না, তা কার্যত স্পষ্ট করে দেন মারকন।
দেখুন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মারকনের বৈঠকে কী কথা হয়...
French President Emmanuel Macron has warned that peace cannot mean the "surrender" of Ukraine, but said talks with US President Donald Trump had shown a path forward despite fears of a transatlantic rift. https://t.co/Wzl1a1Pt1D pic.twitter.com/0GsnNsh0Bw
— AFP News Agency (@AFP) February 25, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)