মহিলা প্রিমিয়ার লিগ (Women’s Premier League 2025) ক্রিকেটে, ইউপি ওয়ারিয়র্জ গতরাতে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে একটি রোমাঞ্চকর সুপার ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (RCB) পরাজিত করেছে। চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে আরসিবি। ওয়াট-হজের ৪১ বলে ৫৭ রান এবং মাত্র ৫৬ বলে এলিস পেরির অপরাজিত ৯০ রানের ইনিংসের সৌজন্যে ইউপি ওয়ারিয়র্সকে ১৮১ রানের টার্গেট দিয়েছিল আরসিবি। শেষ ২ ওভারে ২৯ রান প্রয়োজন ছিল ইউপি ওয়ারিয়র্সের। হাতে ছিল মাত্র ২ উইকেট। কিন্তু সোফি এক্লেস্টন হিসেব বদলে দেন। তাঁর ব্যাটিং দৌরাত্মে ম্যাচের রাশ যখন বেড়িয়ে যাচ্ছে তখন শেষ ডেলিভারিতে রিচা ঘোষের দুর্দান্ত কিপিং। যার ফলে ম্যাচ টাই হয়। উইমেন্স প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম সুপার ওভারে গড়ায় ম্যাচ। আরসিবির পক্ষে স্নেহ রানা ৩ উইকেট নেন।
উইমেন্স প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম সুপার ওভারে গড়ায় ম্যাচঃ
ম্যাচ টাইয়ের পর শুরু হয় সুপার ওভার। সুপার ওভারে প্রথমে ব্যাট করে ইউপি ওয়ারিয়র্স। ২-২-ওয়াইডের পর তৃতীয় ডেলিভারিতে কিম গার্থের বোলিংয়ে রিচার গ্লাভসে বল জমা পড়ে। শিনেল হেনরির উইকেট পতনে ক্রিজে সোফি এক্লেস্টন। সঙ্গী গ্রেস হ্যারিস। শেষ বলে স্ট্রাইক পান তিনি। কিন্তু গার্থের আরও একটি ওয়াইড। শেষ বলে সিঙ্গল। আরসিবির টার্গেট দাঁড়ায় ৯ রান।
ইউপি-র দেওয়া নির্ধারিত সুপার ওভারে ৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানা এবং উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষ ৬ বলে মাত্র ৪ রান করতে পারেন।প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন একলেস্টোন।