Earthquake in Japan: ফের ভূমিকম্প, ৫.৮-এর ঝটকায় কাঁপল জাপান
জাপানে ভূমিকম্প

টোকিও : ফের ভুমিকম্প জাপানে। ৫.৮-এর কম্পনে কেঁপে ওঠে  আজ জাপানের ( Japan) বিভিন্ন অংশ। যার মধ্যে অন্যতম ছিবা। রবিবার স্থানীয় সময় ৯.২৭ মিনিটে ৫.৮-এর কম্পন অনুভূত হয় জাপানের একাধিক জায়গায়। রবিবার সকালের ওই কম্পনের পরপরই সুনামি অ্যালার্ট জারি করা হয় বলে জানিয়েছে জিনহুয়া নামে একটি সংবাদ সংস্থা।

যদিও আজকের কম্পনে (Earthquake) হতাহতের কোনও খবর নেই। ক্ষয়ক্ষতি পরিমাণ কতটা, সে বিষয়েও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

আরও পড়ুন : West Bengal Assembly Elections 2021: 'বাংলায় পরিবর্তন আসছে ', দাবি মিঠুনের

গত সপ্তাহে জাপানে আরও একটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। ওই সময় ৭.২-এর কম্পনে কেঁপে ওঠে দক্ষিণ-পূর্ব জাপানের বেশ কয়েকটি অংশ। গত সপ্তাহের শক্তিশালী কম্পনের পর আজ ফের ভূমিকম্প অনুভূত হয় জাপানের বিভিন্ন অংশে। যদিও সরকারিভাবে এ বিষয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি।