দিল্লি, ২১ জানুয়ারি: মার্কিন যুক্তরাষ্ট্রে (US) দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প ক্ষমতায় ফিরতেই H-1B ভিসা নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। H-1B ভিসা নিয়ে ট্রাম্পের রক্ষণশীল মনোভাব উদ্বেগ বাড়াচ্ছে বিশ্ব জুড়ে। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন অভিবাসন ব্যবস্থা নিয়ে নয়া নীতি গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন, তখন রিপাবলিকান পার্টির সদস্যরাও বিষয়টি নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। H-1B ভিসা পদ্ধতি তাঁদের জন্য, যাঁরা কর্মসূত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। বিশেষ করে তথ্য প্রযুক্তি কর্মীরা। বিভিন্ন বড় বড় তথ্য প্রযুক্তি সংস্থার সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার, প্রোগ্রাম ম্যানেজার এবং অন্যান্য কর্মীরা, যাঁরা কর্মসূত্রে মার্কিন মুলুকে রয়েছেন, তাঁদের জন্য চিন্তা বাড়াচ্ছে।
এই শর্তে যাঁদের H-1B ভিসা রয়েছে, নোটিশ পাওয়ার ৬০ দিনের মধ্যে তাঁদের আমেরিকা ছাড়তে হবে।
H-1B ভিসার সঙ্গে রয়েছে H-2A এবং H-2B ভিসা। যাঁদের কোনও চাকরিজীবীদের জন্য, কৃষিজীবীদের ক্ষেত্রে প্রযোজ্য।
এসবের পাশাপাশি স্টার্টআপ ভিসাও এবার নতুন করে আসতে পারে বলে অনেকে মনে করছেন। যাঁরা নয়া ব্যবসা করতে চান আমেরিকায় বসে, তাঁদের জন্য স্টার্টআপ ভিসা তৈরি করা হোক হোক বলে মার্কিন মুলুকে এক আইনজীবী তহমিনা ওয়াটসন আবেদন করেছেন বলে খবর। মারকিন যুক্তরাষ্ট্রে ভিসা সংস্কার পদ্ধতি প্রয়োজন বলে ওই আইনজীবী মনে করেন।