ইসলামাবাদ, ১২ মে: স্বস্তি পেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। পিটিআই প্রধান ইমরান খানকে দু সপ্তাহের জামিন মঞ্জুর করল ইসলামাবাদ হাইকোর্ট (Islamabad High Court)। দীর্ঘ সওয়াল জবাবের পর আল কাদের ট্রাস্ট মামলায় ইমরানকে দু সপ্তাহের জামিন মঞ্জুর করল আদালত। গত মঙ্গলবার ইসলামাবাদ আদালতের বাইরে থেকে ইমরানকে গ্রেফতার করা হয়। এরপর থেকে পাকিস্তান ইমরান সমর্থকদের বিদ্রোহের আগুনে জ্বলছে। বিদ্রোহের কারণে পাকিস্তান জুড়ে বন্ধ রাখতে হয় ইন্টারনেট পরিষেবা।
গত বৃহস্পতিবার, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের গ্রেফতারি অবৈধ বলে ঘোষণা করেছিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট।
এদিন, কড়া নিরাপত্তার মোড়কে ইসলামাবাদ হাইকোর্টে শুক্রবার পৌঁছন ইমরান খান (Imran Khan)। ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খানের পৌঁছনোর পর তাঁকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তাঁর অসংখ্য অনুগামী। আরও পড়ুন-শিরিণ মাজারির পর এবার গ্রেফতার পিটিআই নেতা ইয়াসমিন রশিদ
দেখুন টুইট
#ImranKhan granted bail for two weeks in #AlQadir trust case by Islamabad High Court, India Today's Foreign Affairs Editor @Geeta_Mohan shares more details #Breaking @Akshita_N pic.twitter.com/DG82t4UI1K
— IndiaToday (@IndiaToday) May 12, 2023
ইমরান খান কড়া নিরাপত্তার মোড়কে ইসলামাবাদ হাইকোর্টে পৌঁছনোর পর, কর্মী, সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়াতে শুরু করেন। যা দেখে ফের তুমুল শোরগোল শুরু হয়ে যায় আদালতের বাইরে।