পাকিস্তান তেহরিক ই ইনসাফের রাজনৈতিক কর্তাব্যক্তিদের গ্রেফতার অব্যাহত। দলের ভাইস প্রেসিডেন্ট ডক্টর শিরিন মাজারিকে(Dr. Sirin Mazari) কে গ্রেফতারের পর পিটিআইয়ের আরও এক রাজনৈতিক নেতা ইয়াসমিন রশিদকে (Yasmin Rashid) কে গ্রেফতার করল লাহোর পুলিশ।
ইমরান খানকে আপাপত জেলে না পাঠিয়ে পুলিশ লাইনে পাঠানো হয়েছে এবং তাঁকে পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
ইমরান খানের গ্রেফতারির পর থেকে অগ্নিগর্ভ পাকিস্তান। বিক্ষোভ প্রদর্শনে রাস্তায় নেমেছে ইমরানের সমর্থকরা। জ্বালিয়ে দেওয়া হয়েছে গাড়ি, লুঠ করা হয়েছে বিভিন্ন জিনিস। এবার এর পাল্টা হিসেবে আরও কড়া ব্যবস্থা নিয়েছে পাকিস্তানের প্রশাসন। ইমারন খানকে গ্রেফতারের পাশাপাশি এবার দলের শীর্ষ নেতাদেরও গ্রেফতার করা শুরু করেছে পাকিস্তানের প্রশাসন।
শুক্রবার কাকভোরে গ্রেফতার করা হয়েছে দলের ভাইস প্রেসিডেন্ট ডক্টর শিরিন মাজারিকে(Dr. Sirin Mazari)। শুক্রবার ভোরে ইসলামাবাদ পুলিশ তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে। তল্লাশি চালানো হয় তাঁর বাড়িতে।শুধু শিরিণই নয়, এর পাশাপাশি গ্রেফতার করা হয়েছে পাকিস্তান তেহেরিক ইনসাফের অন্যান্য নেতাদেরও। গ্রেফতার হয়েছেন আসাদ উমর, ফাওয়াদ চৌধুরী, শাহ মেহমুদ কুরেশি, আলি মহম্মদ খান, এবং সেনেটর ইজাজ চৌধুরীও। সব মিলিয়ে এটা বলার অপেক্ষা রাখে না যে, আরও অগ্নিগর্ভ পরিস্থিতির দিকেই যাচ্ছে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি।
Pakistan political unrest: After Mazari, another PTI woman leader Yasmin Rashid arrested
Read @ANI Story | https://t.co/Ace48H402F#Pakistan #YasminRashid #arrested pic.twitter.com/e2Y8ogCMMu
— ANI Digital (@ani_digital) May 12, 2023