TikTok Deal: নোংরা ও অন্যায় শর্তে টিকটক ডিল করছে আমেরিকা, চিনের এতে সম্মতি দেওয়ার কোনও কারণ নেই
টিকটক (Photo Credits: Pexels)

বেজিং, ২৩ সেপ্টেম্বর: মার্কিন মুলুকে ব্যবসা বাইট ড্যান্সকে ব্যবসা করতে হলে টিকটকের মালিকানা ওরাক্যল কর্প ও ওয়ালমার্টকে দিতে হবে। এবার চিনা শর্ট ভিডিও শেয়ারিং অ্যাপের এই মালিকানা হাতবদল নিয়েই মুখ খুলল সেদেশের সংবাদ মাধ্যম। বিরাট অংকের তোলা দিয়ে ও হয়রানি সহ্য করে মার্কিন মুলুকে ব্যবসার সুযোগ পাচ্ছে টিকটক। এমন নোংরা ও অন্যায় শর্ত মানার কোনও কারণ চিনের নেই। রয়াটার্স চিনের দৈনিক সংবাদ মাধ্যমের সম্পাদকীয় থেকে উদ্ধৃতি তুলে ধরে জানিয়েছে, গ্যাংস্টাররা যেভাবে কোনও বড় সংস্থার উপরে জোর করে অন্যায় ও অযৌক্তিক চুক্তি চাপিয়ে দেয়, ঠিক সেভাবেই টিকটকের সঙ্গে ডিল (TikTok Deal) করছে আমেরিকা। আরও পড়ুন-Taapsee Pannu On Anurag Kashyap: ‘অনুরাগ কাশ্যপ অভিযুক্ত প্রমাণিত হলে সর্বপ্রথম আমিই তাঁর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করব’, তাপসী পান্নু

তথ্য বলছে, এর ফলে বাইট ড্যান্স শুধু সংস্থার নিয়্ন্ত্রণই হারাবে না, একই সঙ্গে এর নিজের তৈরি নিজস্ব প্রযুক্তির নিয়্ন্ত্রণ খোয়া যাবে। এমন একটা শর্তের জন্য চিনের সবুজ সংকেত দেওয়ার কোনও কারণ নেই। এদিকে সোমবারই ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চিনা সংস্থা যদি টিকটককে নিয়ন্ত্রণে রাখে তাহলে তিনি এই ডিলে ছাড়পত্র দেবেন না। তিনি আশা করেন ভবিষ্যতে জনগণই সংস্থার উররে চিনের প্রভাব হ্রাসে উল্লেখযোগ্য ভূমিকা নেবে। ওরাক্যল ও ওয়ামার্ট জানিয়েছে, আমেরিকায় টিকটক গ্লোবালের সিংহভাগ মালিকানা মার্কিন সংস্থার হাতেই থাকবে। গত ১৪ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নির্দেশিকা অনুাসারে মার্কিন মুলুকে ৯০ দিনের মধ্যে টিকটকের মালিকানা ছাড়বে বাইট ড্যান্স।