Taapsee Pannu On Anurag Kashyap: ‘অনুরাগ কাশ্যপ অভিযুক্ত প্রমাণিত হলে সর্বপ্রথম আমিই তাঁর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করব’, তাপসী পান্নু
তাপসী পান্নু ও অনুরাগ কাশ্যপ (Photo Credits: Instagram)

এই মুহূর্তে খবরের শিরোনামে বলিউডের পরিচালক অনুরাগ কাশ্যপ। কারণ এক তেলুগু অভিনেত্রী তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। শুধু অভিযোগই নয়, ভারাসোভা থানায় অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে লিখিত এফআইআর দায়ের করেছেন ওই অভিনেত্রী। যদিও এহেন চাঞ্চল্যকর অভিযোগের মধ্যেই অনুরাগ কাশ্যপের পাশে দাঁড়িয়েছেন বহু অভিনেত্রী এবং তাঁর প্রাক্তন স্ত্রীও। তাঁদের সবার দাবি, অনুরাগ কাশ্যপ এমন কাজ করতেই পারেন না। কেননা তিনি একজন বলিষ্ঠ নারিবাদী। সম্প্রতি এনিয়ে মুম্বই মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী তাপসী পান্নু বলেছেন, যদি অনুরাগ কাশ্যপ অভিযুক্ত প্রমাণিত হন তাহলে পরিচালকের সঙ্গে সমস্তরকম সম্পর্ক ছিন্ন করবেন তিনি। যেদিন অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে MeToo অভিযোগে তোলপাড় ইন্টারনেট, ঠিক তারপরের দিনই পরিচালককে কট্টর নারিবাদী বলেন তাপসী পান্নু (Taapsee Pannu)।

এই প্রসঙ্গে থাপ্পড় অভিনেত্রী বলেন, “মহিলাদের প্রতি অনুরাগের প্রচুর শ্রদ্ধাবোধ রয়েছে। জনসমক্ষে কেউ যদি তাঁর সঙ্গে খারাপ আচরণও করেন তবুও অনুরাগ কখনও সংযম হারান না। তিনিই হচ্ছেন সেই সব দুর্লভ ব্যক্তিত্বের একজন যিনি মনে করেন মহিলা ও পুরুষ সমান সমান। এসবই অনুরাগের ভাল গুণ। যদি কেউ তাঁর বিরুদ্ধে হয়রানির অভিযোগ আনেন তাহলে তার যথাযোগ্য তদন্ত হওয়া উচিত। এবং সত্য প্রকাশ্যে আসুক। যদি তদন্তে পরিচালক দোষী প্রমাণিত হন তাহলে আমিই হব প্রথম জন যে তাঁর সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন করবে। কিন্তু তদন্ত যদি কানাগলিতে ঘুরে ফেরে তাহলে MeToo আন্দোলন কীকরে উজ্জীবিত থাকবে? দীর্ঘদিন পীড়িত হবার পর প্রকৃত ক্ষতিগ্রস্ত কীকরে শক্তিধরদের কাছে সাহায্য পাবে? এই আন্দোলন যদি অন্যপথে ঘুরে যায় তাহলে তা মহিলাদের জন্য বড় ভুল হবে। ক্ষমতার অপব্যবহার কখনওই লিঙ্গ নির্দিষ্ট হতে পারে না।”  আরও পড়ুন-West Bengal Weather Update: অঝোর ধারায় ভিজছে দক্ষিণবঙ্গ, আগামী দু’দিন ভারী বৃষ্টির সতর্কতা উত্তরে

অনুরাগ কাশ্যপকে এই অপবাদ থেকে বাঁচাতে ইনস্টাগ্রামে রীতিমতো পোস্টও করেন তাপসী। তিনি বলেন, “তোমরা জন্য আমার বন্ধু একজন বড় মাপের নারীবাদী, তা আমি জানি। মহিলাদেরকে তাৎপর্যপূর্ণ ও শক্তিশালী হিসেবে গড়ে তোলার নেপথ্যে তোমার কাজ আবারও শুটিং সেটে দেখতে চাই।”