কলকাতা, ২৮ এপ্রিল: কোভিড-১৯ পজিটিভ রোগীদের (COVID19 positive patients) হাসপাতালেই চিকিৎসা হবে। তাঁদের হোম কোয়ারেন্টাইনে রাখা যাবে না। সোমবার এই বক্তব্য স্পষ্ট করে দিল রাজ্য। রাজ্যের স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, করোনা রোগীর কাছাকাছি ছিলেন, এমন কেউ থেকে থাকেন তাহলে তাঁরা সামাজিক দূরত্ব মেনে বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে থাকতে পারেন। এই প্রসঙ্গে এক বিজ্ঞপ্তি দিয়েছে স্বাস্থ্যদপ্তর। সেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে, “করোনা রোগীর সংস্পর্শে আসা ব্যক্তির বাড়িতে যদি বিচ্ছিন্ন থাকার মতো জায়গা থাকে তাহলে হোম কোয়ারেন্টাইনে থাকতে পারেন। তাঁদের আর সরকারি কোয়ারেন্টাইনে আসতে হবে না। শুধু মাস্ক, গ্লাভস ব্যবহার থেকে শুরু করে সামাজিক দূরত্ব বজায়-সহ সমস্ত বিধি নিয়ম মেনে চলতে হবে।” আরও পড়ুন-Mamata Banerjee: করোনায় আক্রান্তকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির
তবে হোম কোয়ারেন্টাইনে থাকলেও ওই ব্যক্তি স্থানীয় স্বাস্থ্য চিকিৎসকদের নজরদারিত্বে থাকবেন। এদিন আগে মমতা ব্যানার্জির সরকারের তরফে বলা হয়েছিল, পজিটিভ করোনাভাইরাস রোগীরাও বাড়িতে কোয়ারেন্টাইনে থাকবেন। এক সাংবাদিক সম্মেলনে মমতা ব্যানার্জি বলেন, “আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। কোনও ব্যক্তি যদি কোভিড-১৯ পজিটিভ হন। তাঁর বাড়িতে যদি যথেষ্ট জায়গা থাকে তাহলে তিনি বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকতে পারেন।” পরে তিনি বলেন, সরকারি ব্যবস্থায় স্থান সঙ্কুলান রয়েছে। তাই বাড়িতে হোম কোয়ারেন্টাইন হলে সরকারের উপরে চাপ কিছুটা কমে।
West Bengal Health Department now clarifies, #COVID19 positive patients to be mandatorily brought to hospitals. Only primary/secondary contacts allowed home isolation. Earlier CM Mamata Banerjee had announced in her press conference that positive patients could home quarantine. pic.twitter.com/Z6GgkSt2uu
— ANI (@ANI) April 27, 2020
রজ্যে কোভিড-১৯ রোগীর সংখ্যা এখন ৬৪৯। মারণ ভাইরাসের বলি এখনও পর্যন্ত ২০ জন। এখনও পর্যন্ত ১০৫ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন। কলকাতায় আক্রান্তের সংখ্যা বেশি। সেখানে মোট আক্রান্ত ১৮৪ জন। হাওড়ায় ৭৬ জন। রাজ্যে গত নয় দিন ধরে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হারে বাড়ছে।