দিলীপ ঘোষের কনভয়ে হামলা (Photo: ANI)

জয়গাঁ, ১২ নভেম্বর: বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) কনভয়ে হামলা। দেখানো হল কালো পতাকা, উঠল গো ব্যাক স্লোগানও। কোচবিহারের জয়গাঁতে (Jaigoan) দিলীপের কনভয়ের মোট ৩টি গাড়ির উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। খবরে বলা হয়েছে, কালচিনির বিধায়ক উইলসন চম্পামারি যে গাড়িতে যাচ্ছিলেন সেই গাড়িটি হামলায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়েছে। কনভয়ে হামলার পেছনে কাদের হাত রয়েছে তা এখনও পরিষ্কার নয়।

আনন্দবাজারের খবর অনুযায়ী, জয়গাঁর খোকলা বস্তিতে একটি দলীয় অনুষ্ঠানে যাচ্ছিলেন তিনি। তখনই জয়গাঁর সুমসুমি বাজার এলাকায় তাঁর কনভয়ের উপর হামলা চালানো হয়। ঢিল ছোড়ার পাশাপাশি কালো পতাকাও দেখানো হয়। যার জেরে ভাঙে ৩টি গাড়ির কাচ। সেই কনভয়ে দিলীপের সঙ্গে ছিলেন কালচিনির প্রাক্তন বিধায়ক উইলসন চম্প্রামারি। তাঁর ও অন্য এক বিজেপি নেতার গাড়ির কাচও ভেঙেছে।আরও পড়ুন: Coronavirus Cases In West Bengal: ভিড়ের চাপে প্রথম দিনেই সোশ্যাল ডিসট্যান্সিং ব্রাত্য, বাড়ছে ট্রেন, সংক্রমণও বাড়ার আশঙ্কা

বিজেপি নেতা সায়ন্তন বসু বলেছেন, ‘‘পশ্চিমবঙ্গে যে আইনশৃঙ্খলা নেই তা প্রত্যেকদিন প্রমাণিত হচ্ছে। তৃণমূল যত মানুষের থেকে দূরে সরে যাচ্ছে তত তাদের হতাশা বাড়ছে। সাংসদ এবং দলের রাজ্য সভাপতির উপর আক্রমণ হচ্ছে। রোজ আমাদের ১-২ জন কার্যকর্তা মারা যাচ্ছেন।’’