Winter (File Photo)

কলকাতা, ৪ জানুয়ারি: নতুন বছর পড়তে না পড়তেই ঝাঁপিয়ে পড়েছে শীত (Winter)। উত্তুরে হাওয়ার কনকনানিতে দাঁতে খিল লেগে যাওযার জোগাড়। একেবারে জাঁকিয়ে পড়েছে ঠান্ডা। তাই ফের লেব কম্বলের ওম নিতে ব্যস্ত বঙ্গবাসী।রাজ্যজুড়ে পারদ পতন  অব্যাহত। এদিকে াগামী কাল বুধবার থেকে ফের কমবে শীত, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। আজ যেমন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। অন্য দিকে সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। বছরের এই সময় যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তবে এই শীতকে আটকে দিতে ফের ভিলেনের ভূমিকায় পশ্চিমী ঝঞ্ঝা। তাই শীতের এহেন আবেশ রাত কাটলে কতটা থাকবে, তানিয়ে বেশ সন্দেহের অবকাশ রয়েছে। আরও পড়ুন-Coronavirus Cases In India: করোনার নাগপাশে ভারতে, হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ

তবে শীতকে বাঁধতে আবহাওয়ার নয়া খামখেয়ালিপনা গত বছর থেকেই দেখছে গোটা রাজ্য।  এদিকে মৌসম ভবন জানিয়েছে, সোমবার একটি ঝঞ্ঝা কাশ্মীরের উপর এসেছে। এর জেরে পাহাড়ি এলাকায় তুষারপাত এবং সমতলে বৃষ্টি হবে। তার পরে সেটি মধ্য ভারতের দিকে বয়ে আসবে। প্রথম ঝঞ্ঝাটি উত্তর-পশ্চিম ভারত থেকে বিদায় না নিতেই বৃহস্পতিবার নাগাদ দ্বিতীয় ঝঞ্ঝাটি উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে। চলতি সপ্তাহের শেষে সেটি মধ্য ভারতের দিকে বয়ে আসবে। এর ফলে উত্তর-পশ্চিম ভারতে তুষারপাত ও বৃষ্টি হলেও কনকনে ঠান্ডা মিলবে না। বাধা পাবে উত্তুরে বাতাসও। তার ফলেই চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে গাঙ্গেয় বঙ্গের পারদ মাথাচাড়া দেবে। সপ্তাহান্তে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে উঠে যেতে পারে।

অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি থেকে বেড়ে হতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। তাই আজকের মতো শীত উপভোগ করে নেওয়াটাই স্বস্তির।