Coronavirus | Representational Image (Photo Credits: Pixabay)

নতুন দিল্লি, ৪ জানুয়ারি: নতুন বছর শুরু হতেই করোনার আবাদি হু হু করে বাড়ছে। ইতিমধ্যেই কোভিডের কবলে পড়ে নিভৃতবাসে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গত ২৪ ঘণটায় দেশজুড়ে মারণ ভাইরাসে আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ৩৭ হাজার ৩৭৯ জন। একই দিনে করোনাকে হারিয়ে বাড়িতে ফিরেছেন ১১ হাজার সাত জন। একদিনে করোনার বলি ১২৪ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে সুস্থতার হার ৩.২৪ শতাংশ। এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ১ লাখ ৭১ হাজার ৮৩০। এতদিনে করোনাকে জয় করেছেন ৩ কোটি ৪৩ লাখ ৬ হাজার ৪১৪ জন।আরও পড়ুন-Arvind Kejriwal COVID-19 Infected: করোনা আক্রান্ত অরবিন্দ কেজরিওয়াল, রয়েছেন নিভৃতবাসে

করোনার দৈনিক পরিসংখ্যান

করোনার মৃত্যুমিছিলে শামিল ৪ লাখ ৮২ হাজার ১৭ জন। এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ১৪৬ কোটি ৭০ লাখ ১৮ হাজার ৪৬৪ জন। গতকাল ৩ জানুয়ারি থেকে দেশজুড়ে ১৮-১৫ বছর বয়সীদের টিকাকরণ শুরু হয়েছে। মূলত স্কুলগুলি থেকে দেওয়া হয়েছে টিকা। নতুন বছরে কোভিড পরিস্থিতি বেশ খারাপ। আক্রান্তদের ১০ দিনের জন্য নিভৃতবাসে থাকতে বলা হচ্ছে। উপসর্গহীনরাও তাই। আর যাঁরা সংক্রামিতদের কাছাকাছি এসেছেন, তাঁদের অন্তত পাঁচদিনের নিভৃতবাস, মাস্ক ব্যবহার, এবং কোভিড টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।