West Bengal Monsoon: দিনভর বর্ষণে জলমগ্ন কলকাতা, শুক্রবারেও ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে
বৃষ্টিপাত। (Image used for representational purpose only) (Photo Credits: Pixabay)

কলকাতা, ৩০ জুলাই: জলযন্ত্রণায় কাহিল কলকাতাবাসী৷ গত ২৪ ঘণ্টায় টানা বর্ষণে (West Bengal Monsoon) বেহাল শহর৷ গোটা দক্ষিণবঙ্গেই কাল দিনভর বৃষ্টি হয়েছে৷ ইতিমধ্যেই টানা বর্ষণে জলমগ্ন কলকাতা৷   পুরুলিয়ায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুরের হাওয়া অফিস৷ এদিন ৭-১১ সেন্টিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পুরুলিয়ায়৷ হলুদ সতর্কতা জারি হয়েছে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়াতেও৷ সেখানে ৭-১১ সেন্টিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷ শুক্রবার সকাল থেকেও পরিস্থিতির তেমন কোনও বদল হয়নি৷ তবে কিছুটা সময় পর্যন্ত বৃষ্টি বন্ধ থাকলেও আকাশের মুখ ভারই ছিল৷ ফের বৃষ্টির সম্ভাবনাকে বাড়িয়ে আকাশ কালো করে মেঘ জমেছে৷ এদিকে গতকাল প্রবল বর্ষণের জেরে জলমগ্ন মুক্তারামবাবু স্ট্রিট, ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, বেহালা, খিদিরপুর, ট্যাংরা, আমহার্স্ট স্ট্রিট-সহ কলকাতার একাধিক অংশে৷ আরও পড়ুন-CBSE Class 12 Result 2021 At 2 PM Today: শুক্রবার বেলা দুটোয় সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাংলাদেশ উপকূলে তৈরি নিম্নচাপ ক্রমশ এ রাজ্যের পশ্চিমভাগ হয়ে ঝাড়খণ্ড, বিহারের দিকে সরবে। এর জেরে আজও বৃষ্টিতে ভিজবে কলকাতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।

উল্লেখ্য, শহরের জল জমার জন্য শহরবাসীর থেকে ক্ষমা চেয়েছেন কলকাতার পুরপ্রশাসক ফিরহাদ হাকিম। জল জমার সমস্যা মেটাতে নেওয়া হয়েছিল একগুচ্ছ পদক্ষেপও। এদিকে খোলা থাকছে কলকাতা পুরসভার কন্ট্রোলরুম। 033-2286 1212/2286 1313/ 2286 1414 নম্বরগুলিতে ফোন করে শহরের বাসিন্দারা নিজেদের সমস্যা জানাতে পারবেন৷ জলমগ্ন কলকাতার জলছবিটা বেশ ভয়াবহ৷ পাতিপুকুর আন্ডারপাসে ডুবে যায় বাস। লেকটাউন থেকে শ্যামবাজার যাওয়ার পথে, পাতিপুকুর আন্ডারপাসে আটকে পড়ে 47B রুটের বাস। কোনওমতে বাস থেকে নেমে বুক-সমান জল ঠেলে রাস্তায় উঠে পড়েন যাত্রীরা। জল জমে যাওয়ায় পাতিপুকুর আন্ডারপাসের একদিকের লেন দিয়ে যান চলাচল করছে। কাঁকুড়গাছি এলাকায় রাস্তায় জমাজলে সাঁতারের পরিস্থিতি তৈরি হয়েছে৷