কলকাতা, ২১ ডিসেম্বর: ৮৮ নম্বর ওয়ার্ডে জয়ী মালা রায়। না, এই প্রথম নয় বা একাধিকবারও নয়। একেবারে ছয়ে ছয়। দল বদলালেও কাউন্সিলর হিসেবে ডবল হ্যাট্রিক তৃণমূল নেত্রী মালা রায়ের। ১৯৯৫ সাল থেকে ৮৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি।
৭৩৫৭ ভোটের ব্যবধানে জিতেছেন মালা রায়। জেতার পর তিনি বলেছেন, '৩৬৫ দিন মানুষের পাশে থাকি, সেই জন্যই মানুষ দু'হাত তুলে আর্শীবাদ করেছেন।' পাশাপাশি তাঁর সংযোজন, 'এই জয় সারা কলকাতার জয়। সাধারণ মানুষের জয়। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার জন্য যেরকম একাধিক কাজ করেছেন, আরও উন্নত করার স্বপ্ন দেখেছেন, তা এখানকার মানুষ সাদরে স্বাগত জানিয়েছেন।' আরও পড়ন: KMC Election Result: কলকাতায় তৃণমূল ঝড়, বিরোধীরা এক অঙ্কেই, দেখুন কারা জিতে গিয়েছেন
অন্যদিকে, লড়াইয়ে শেষ হাসি হাসলেন সুদর্শনা মুখোপাধ্যায়। কলকাতা পুরভোটে অন্যতম চর্চিত কেন্দ্র ছিল দক্ষিণ কলকাতার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ৬৮ নম্বর ওয়ার্ড। কারণ— প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সুব্রতের ‘খাসতালুক’ বালিগঞ্জের এই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী ছিলেন বিদায়ী কাউন্সিলর সুব্রতের ‘রাজনৈতিক ছাত্রী’ সুদর্শনা। কিন্তু তাঁর সঙ্গে লড়াইয়ে নেমেছিলেন সুব্রতের ভগ্নি তথা কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলার তনিমা। প্রসঙ্গত, পুরভোটের আগে যত কাণ্ড হয়েছিল ৬৮ নম্বর ওয়ার্ডকে ঘিরে। প্রাথমিকভাবে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়কে প্রার্থী ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু পরে বিদায়ী কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়কে টিকিট দেয় ঘাসফুল শিবির। তা নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন তনিমা। নির্দল হিসেবে লড়াই করেছেন তিনি।