কলকাতা, ২১ ডিসেম্বর: নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে কলকাতা পুরসভা (KMC) দখল করতে চলেছে তৃণমূল, সেটা ভোট গণনার প্রথম ২ ঘণ্টাতেই বোঝা হয়ে গিয়েছিল। তাই বেলা বাড়তেই তৃণমূলের জয়ী প্রার্থীদের নাম ঘোষণা হচ্ছে। আর এবার তৃণমূলের (TMC) হয়ে প্রথমবার ভোটে লড়েই জয়ী হলেন প্রয়াত বাম মন্ত্রী ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামী (Basundhara Goswami Wins)৷ কলকাতা পুরসভার ৯৬ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তিনি৷ এ ছাড়া আরও পাঁচটি আসনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা৷
১১৭ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী অমিত সিং৷ ১১৯ নম্বর ওয়ার্ড থেকে জয়ী ঘোষণা করা হয়েছে তৃণমূল প্রার্থী কাকলি বাগ৷ ১১৮ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তারক সিং (KMC Election Results 2021)৷ আরও পড়ুন: পুরভোটের ফলাফলে জয়ের পথে তৃণমূল, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উদযাপনে মেতেছেন কর্মী সমর্থকরা (দেখুন ভিডিও)
জয়ের পর ক্ষিতি কন্যা দাবি করেছেন, বাম ভোটের একটা বড় অংশও তিনি পেয়েছেন৷ প্রায় সাড়ে চার হাজার ভোটে জয়ী হয়েছেন ক্ষিতি কন্যা৷ এখনও পর্যন্ত মোট ১৩২টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল, ৫টি-তে এগিয়ে বিজেপি, ২টি-তে বামফ্রন্ট, ২টি ওয়ার্ডে এগিয়ে কংগ্রেস ও ৩টি ওয়ার্ডে এগিয়ে নির্দল প্রার্থীরা।
তাঁর দাবি, ক্ষিতি গোস্বামী রাজনৈতিক রং না দেখেই মানুষকে পরিষেবা দিতেন৷ ফলে বাম সমর্থকদের ভোটও পেয়েছেন তিনি৷ বসুন্ধরা জানিয়েছেন, মানুষের পাশে থাকাই হবে তাঁর প্রাথমিক লক্ষ্য৷
অন্যদিকে, কলকাতার পুরসভা নির্বাচনে শেষ হাসি কে হাসতে চলেছে তা কেবল সময়ের অপেক্ষা। ২০১৫-য় কলকাতা পুরভোটের ফলাফল- ১৪৪ ওয়ার্ডের মধ্যে তৃণমূল ১১৪ আসনে জিতেছিল। আর বামেরা পেয়েছিল ১৬ আসন। বিজেপি ও কংগ্রেস যথাক্রমে ৭ ও ৫টি আসনে জয়ী হয়েছিল। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল ১৩২, বিজেপি ১১ এবং কংগ্রেস মাত্র ১টি ওয়ার্ডে এগিয়ে ছিল। প্রসঙ্গত, কলকাতা পুরভোটে ঘাসফুল শিবিরের ম্যাজিক ফিগার- ৭৩ পাওয়া সময়ের অপেক্ষা। কিন্তু তৃণমূলের লক্ষ্যে ১৪৪-আসনের কত কাছে পৌঁছতে পারছে তারা।