Kolkata Port Trust Renamed: ঐতিহ্যের বদল নরেন্দ্র মোদির, কলকাতা বন্দরের নাম পরিবর্তন করে রাখলেন শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর
কলকাতা বন্দরের নাম পরিবর্তন (Picture Credits: Facebook and Wikimedia)

কলকাতা, ১২ জানুয়ারি: যেতে যেতে পরিবর্তন করে দিয়ে গেলেন কলকাতার ঐতিহ্য। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indore Stadium) কলকাতা বন্দরের (Kolkata Port Trust) ১৫০-তম বর্ষপূর্তি উপলক্ষে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ভাষণের প্রথমেই বাংলার ভাই ও বোনেদের উদ্দেশে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানান। এরই মাঝে বদলে (Renamed) দিলেন বন্দরের নাম। নতুন নাম হল শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর (Syama prasad Mukherjee Port)। স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে বেলুড় মঠে (Belur Math) গিয়ে সিএএ (CAA) নিয়ে বক্তৃতা রাখেন। মঠ বা মন্দিরে গিয়ে রাজনৈতিক আলোচনা করায় কটাক্ষ করে বিরোধীরা।

তিনি আরও বলেন," হলদিয়া ও বেনারসের মধ্যে জলপথ পরিবহণ ব্যবস্থা চালু হয়েছে। ২০২১-এর মধ্যে গঙ্গায় বড় জাহাজ চলতে পারে তার জন্য নদীর গভীরতা বাড়ানোর কাজ চলছে। দেশের জলপথ নীতি কী ভাবে তৈরি হওয়া উচিত তা নিয়ে আম্বেদকরের মতকে আগের সরকার গুরুত্ব দেয়নি। কলকাতা বন্দর শুধু জাহাজের যাতায়াতের জায়গা নয়। পুরো ইতিহাস এই বন্দরের মধ্যে সমাহিত। মা গঙ্গার সান্নিধ্যে গঙ্গাসাগরের কাছে দেশের জলশক্তির এই ঐতিহাসিক প্রতীকের অনুষ্ঠানে শামিল হতে পারা সৌভাগ্যের বিষয়।" তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখর। তবে উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে একই মঞ্চে দেখা যাবে মোদি-মমতা একই মঞ্চে থাকবেন বলে খবর ছিল। তবে শেষ অবধি আসেননি মুখ্যমন্ত্রী। অন্যদিকে, ধর্মতলায় নেতাজী ইন্ডোরের সামনে তীব্র বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। শুধু প্রধানমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও প্রতিবাদ হয়। কালো পতাকা এবং 'গো ব্যাক মোদি' স্লোগান দেওয়ায় ধরপাকড় করা হয়। আরও পড়ুন, 'কিছু লোক রাজনৈতিক কারণে নাগরিক আইন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে' বিবেকানন্দের জন্মদিনে ভাষণ দিয়ে বললেন নরেন্দ্র মোদি, সন্ন্যাসীদের সঙ্গে তুললেন গ্রুপ সেলফি

প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার বেলুড় মঠে (Belur Math) এলেন নরেন্দ্র মোদি। দু'দিনের এই কলকাতা (Kolkata) সফরে এখানেই করলেন রাত্রিবাস। বেলুড় মঠ থেকে ফের তিনি জলপথে নেতাজি ইন্ডোরে পৌঁছোন। সেখানে অনুষ্ঠান শেষ করে তিনি বিমান বন্দরের জন্য রওনা হন। সেখান থেকে তিনি দিল্লির জন্য রওনা