Local Train Tickets: পুনর্নবীকরণ করলেই পাওয়া যাবে লকডাউনের আগে মান্থলি ট্রেনের টিকিটের টাকা
লোকাল ট্রেন। (Photo Credits: ANI)

কলকাতা, ৭ নভেম্বর: দীর্ঘ আটমাস পর বুধবার, ১১ নভেম্বর থেকে ফের চালু হতে চলেছে লোকাল ট্রেন (Local Train)। রেলের তরফে জানানো হয়েছে, লকডাউনের কারণে পরিষেবা বন্ধ হওয়ায় যে কটা দিন ট্রেনে চড়তে পারেননি যাত্রীরা, সেই দিনগুলি যোগ হয়ে যাবে নতুন মান্থলি পুর্ননবীকরণের সময়। মান্থলি সিজন টিকিটে (Monthly Season Ticket) থাকা টাকা হারাতে হবে না নিত্যযাত্রীদের।

এবিপি আনন্দের খবর অনুযায়ী, মান্থলি টিকিটধারীদের জন্য সোমবার সকাল থেকেই রেল কর্তৃপক্ষ চালু করে দিচ্ছে মান্থলির পুর্ননবীকরণ প্রক্রিয়া। রেল কর্তৃপক্ষ বুধবারের মধ্যেই ইউটিএস অ্যাপ ফের চালু করার চেষ্টাও চালানো হচ্ছে। অসংরক্ষিত টিকিটিং সিস্টেমের (ইউটিএস) অন্তর্গত যে স্টেশন কাউন্টার থেকে কেউ টিকিট কেটেছিলেন, সেখান থেকেই নতুন মান্থলি কাটলে পুর্ননবীকরণ প্রক্রিয়ায় নিজে থেকে মান্থলিতে যোগ হয়ে যাবে।

 আরও পড়ুন, দীর্ঘ সময় কোমর্বিডিটির সঙ্গে লড়াইয়ের পর চোখ খুললেন সৌমিত্র, মেয়ের চোখে হাসি

বিষয়টা নিয়ে অবশ্য আলোচনা চলছে। তবে ২৩১ দিন পর চালু হতে চলা লোকাল ট্রেন পরিষেবার প্রথম দিনে দৈনিক টিকিট ইস্যু করার সম্ভাবনা কম।