উত্তুরে হাওয়ার দাপটে জানুয়ারি মাসের শুরু থেকেই বঙ্গে চেনা ছন্দে ফিরেছিল শীত। তবে মাঝের দু-একদিনে হঠাৎ ছেদ পড়ে। প্রথম এক ধাক্কায় তাপমাত্রার পারদ নেমে গিয়েছিল বেশ খানিকটা। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও তাতে ছেদ পড়ে। তারপর আবারও নিম্নগামী হয়েছে পারদ।উত্তুরে হাওয়ায় ভর করে, রাজ্যের তাপমাত্রা আবারো নিম্নমুখী। আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ আরো কিছুটা নামতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আবহাওয়াবিদরা বলছেন কলকাতা-সহ শহরতলিতে সর্বনিম্ন তাপমাত্রা টানা কয়েক দিন ধরেই থাকবে স্বাভাবিকের নীচে।কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস,স্বাভাবিকের তুলনায় যা ১. ২ ডিগ্রি কম। গতকাল সর্ব্বোচ্চ তাপমাত্রা ও ছিল, ২২ দশমিক ২ ডিগ্রি, স্বাভাবিকের ২.৫ডিগ্রি নিচে।@ImdKolkata

আগামী কয়েকদিনে কীরকম থাকবে বঙ্গের আবহাওয়াঃ

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা পরিবর্তন না হলেও তার পর থেকে তাপমাত্রা বেশ খানিকটা কমার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)