কলকাতা, ৯ মে: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)-কে আইনি নোটিশ পাঠাচ্ছেন বলে জানালেন 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। গতকাল, সোমবার সাংবাদিক সম্মেলনে দ্য কেরালা স্টোরি নিয়ে বলতে গিয়ে বিবেক অগ্নিহোত্রীর দ্য কাশ্মীর ফাইলস-এর প্রসঙ্গ তুলেছিলেন মমতা। দ্য কাশ্মীর ফাইলস-এর পর এবার বাংলায় গণহত্যার অভিযোগ তুলে সিনেমা বানানোর পরিকল্পনা করছেন বিবেক অগ্নিহোত্রী।
মমতা সেই কথা বলে অভিযোগ করেছিলেন, প্রথমে ওরা কাশ্মীরকে নিয়ে ছবি করে অপমান করেছিল, এখন করেছে কেরালা নিয়ে, আর এবার করা হবে বাংলাকে নিয়ে। আসলে সবটাই সত্যকে বিকৃত করার চেষ্টা, আর প্রোপাগান্ডা বলে উল্লেখ করেছিলেন। আরও পড়ুন-ঘূর্ণিঝড় মোকা কোথায় আছড়ে পড়়বে? কী জানাল হাওয়া অফিস
দেখুন টুইট
#WATCH | Yesterday Mamata Banerjee said that 'The Kashmir Files' and my upcoming film which is based on the genocide in Bengal, are propaganda. She said that BJP funds me for the films I make. We have sent a legal notice to CM Mamata Banerjee against the statements she made:… pic.twitter.com/JXGFVRoytT
— ANI (@ANI) May 9, 2023
মমতার অভিযোগ নিয়ে কাশ্মীর ফাইলস-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী গর্জে উঠে বললেন, "গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দ্য কাশ্মীরী ফাইলস আর আমার আসন্ন বাংলার গণহত্যা নিয়ে বানানো সিনেমাটি হল প্রোপাগান্ডা। তিনি (মমতা) এমনও বলেছিলেন, বিজেপি আমার ছবিতে অর্থ বিনিয়োগ করে। ওনার এই মন্তব্যগুলি নিয়ে আমায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠাবো।"