Cyclone Mocha: ঘূর্ণিঝড় মোকা কোথায় আছড়ে পড়়বে? কী জানাল হাওয়া অফিস
Cyclone, Representational Image (Photo Credit: File Photo)

কলকাতা, ৯ মে: পশ্চিমবঙ্গে (West Bengal) প্রভাব ফেলবে না মোকা (Mocha)। বাংলাদেশ এবং মায়ানমার উপকূলের দিকে এখনও ঘূর্ণিঝড় মোকার অভিমুখ। মঙ্গলবারও এমন জানানো হয় আবহাওয়া দফতরের তরফে। তবে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত থেকে যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, তা শক্তি সঞ্চয় করেই স্থলভাগে আছড়ে পড়তে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। প্রসঙ্গত মঙ্গলবারই নিম্নচাপ থেকে গভীর  নিম্নচাপে পরিণত হচ্ছে মোকা। ১২ মে মোকা অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে স্থলভাগে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা। তবে পূর্ব দিকেই থাকবে মোকার অভিমুখ। অর্থাৎ এই ঘূর্ণিঝড় বাংলাদেশ এবং মায়ানমারেই আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায় পড়ার সম্ভাবনা নেই। তাই কেউ চিন্তা করবেন না বলে সোমবার আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি প্রশাসনের তরফে সমস্ত ধরনের তোড়জোড় সম্পন্ন করা হয়েছে বলেও সাধারণ মানুষকে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।