WB Govt Guidelines For Local Train Service: কাল থেকে চলবে লোকাল ট্রেন, জেনে নিন রাজ্য সরকারের গাইডলাইন
লোকাল ট্রেন (প্রতীকী ছবি:PTI)

কলকাতা, ১০ নভেম্বর: দীর্ঘ আট মাস পর গড়াবে লোকাল ট্রেনের (Local Train) চাকা। আগামী ১১ নভেম্বর, বুধবার থেকেই চলবে লোকাল ট্রেন। আজ রেল-রাজ্য বৈঠকে এই সিদ্ধান্তই নেওয়া হয়। প্রতিদিন ১৮১ জোড়া ট্রেন চলবে। শিয়ালদহ ডিভিশনে ১১৪ জোড়া লোকাল ট্রেন চলবে, সংবাদ সূত্রে খবর। হাওড়া ডিভিশনে ৫০ জোড়া লোকাল ট্রেন চলবে।

নতুন টাইমটেবল নয়, পুরনো টাইমটেবলেই অদলবদল করে লোকাল ট্রেন চালানোর হবে বলে জানা গেছে। রেলের তরফে বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেওয়া হবে ট্রেনের সময়সূচি। গুরুত্বপূর্ণ সমস্ত স্টেশনেই ট্রেন দাঁড়াবে। অন্যান্য স্টেশনগুলির ক্ষেত্রে কতগুলি ট্রেন দাঁড় করানো সম্ভব, তা খতিয়ে দেখা হচ্ছে। স্টেশনে ভিড় এড়াতে গ্যালপিং ট্রেনের সংখ্যা কমানোর ভাবনা আছে রেলের। স্টেশনের সমস্ত টিকিট কাউন্টারগুলোই খোলা থাকবে। ভিড় যাতে কমানো যায়, টিকিট ভেন্ডিং মেশিনগুলিও অপারেশনাল করা হয়েছে, ই-টিকিটের মাধ্যমে যাত্রীরা যাতে টিকিট কাটে তার ব্যবস্থা করা হবে। অফিস টাইমে ট্রেনের সংখ্যা বাড়িয়ে ভিড় নিয়ন্ত্রণ করা হবে। স্টেশনে নিরাপত্তা সুনিশ্চিত করলে বাড়বে ট্রেনের সংখ্যা। আরও পড়ুন: Local Trains to Resume on Wednesday: বুধবার থেকে চলবে লোকাল ট্রেন, জেনে নিন যাবতীয় নিয়ম বিধি

এবিপি আনন্দর খবর অনুযায়ী, লোকাল ট্রেন চলার জন্য আজ গাইডলাইন প্রকাশ করেছে রাজ্য সরকার।

এক নজরে গাইডলাইন:

  • যাত্রীদের মাস্ক বা ফেসকভার বাধ্যতামূলক
  • করোনা-সচেতনতায় অডিও-ভিসুয়াল মাধ্যমে প্রচারে জোর
  • প্রত্যেকদিন স্যানিটাইজ করতে হবে ট্রেনের কামরা
  • পরিষ্কার রাখতে হবে প্ল্যাটফর্মের শৌচাগার
  • নিয়ন্ত্রণ করা হতে পারে স্টেশনে ঢোকা-বেরনোর পথ
  • প্ল্যাটফর্মে রাখতে হবে আইসোলেশন রুম
  • জোর দিতে হবে ট্রেনের সময়সূচি প্রচারে
  • যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণ করবে জিআরপি ও রাজ্যপুলিশ
  • জিআরপি ও রাজ্যপুলিশকে সাহায্য করবে আরপিএফ