কলকাতা, ১০ মার্চ: বসন্তে উৎসবে মেঘ কেটে ঝলমলে রোদ্দুর ফিরলেও ফের বৃষ্টির সম্ভাবনা প্রবল হয়ে উটেছে। বুধবার থেকেই আকাশ কালো করে নামতে পারে বৃষ্টি। তবে তা পশ্চিমের জেলাগুলিতেই সীমাবদ্ধ থাকবে। বৃহস্পতিবারে কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত ঝকঝকে রোদ্দুরের পথে এবারও বাধা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। তার প্রভাবেই চলবে বৃষ্টি (rain fall)। তবে এই প্রথম নয়, নতুন বছর পড়ার পর থেকেই বৃষ্টির ভ্রুকূটি আর পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গত দক্ষিণবঙ্গকে ভালোই নাকাল করেছে। হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।
আলিপুর হাওয়া অফিসের খবর বলছে, সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে দু’ডিগ্রি কম। দমদমে এবং উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কম ছিল। ব্যারাকপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। এদিকে মঙ্গলবার রাতে উত্তর-পশ্চিমে হিমালয়ে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকেছে। এর ফলে বুধবার থেকেই আবহাওয়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনার রয়েছে। যার প্রভাব পড়তে পারে বাংলাতেও। সবে বৃষ্টির ফাঁড়া কাটিয়ে বসন্তের রোদ গায়ে মেখেছে বাঙালি। ফের কিনা মেঘের ইশারা। তাই মন খারাপ যেন পিছু ছাড়ছে না। যদিও মঙ্গলবারের সকালের আকাশ দেকে বোঝার উপায় নেই যে রাতে চেহারাটা আমূল বদলে যেতে পারে। আরও পড়ুন- Madhya Pradesh Government Crisis: সোয়াইন ফ্লুতে ভুগছেন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, জানালেন দিগ্বিজয় সিং
গত সপ্তাহেই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাল বৃষ্টি হয়েছে। সঙ্গে ঝোরো হাওয়া। শিলাবৃষ্টিও বাদ ছিল না। এর জেরে ফসলের ক্ষতি হয়েছে ব্যাপক। মাঠেই পচেছে আলু। সামনের মরশুমে চাষি ও ক্রেতাসাধারণ যে এর ফল ভুগতে চলেছে তা বলাই বাহুল্য।