নয়াদিল্লিঃ নয়া অর্থবর্ষে (Financial Year 2025-2026) একাধিক বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের (Central Government)। এবার রেলের (Indian Railways) উন্নতির জন্য বড় সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় রেল মন্ত্রী (Rail Minister)। তিরুপতি-পাকালা-কাটপাড়ি (Tirupati-Pakala-Katpadi) রেলওয়ে লাইনের ডাবলিং করার অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের জন্য ১৩৩২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব(Ashwini Vaishnaw)।
দক্ষিণ ভারতে যাবেন? যাত্রীদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত রেলের
এই প্রকল্প চালু হলে অন্ধ্র প্রদেশ এবং তামিলনাড়ুর মধ্যে ১০৪ কিলোমিটার সিঙ্গল লাইন সেকশনও জোড়া হবে বলে জানানো হয়েছে রেলের তরফে। এই নতুন রেলপথ ১১৩ কিলোমিটার বিস্তৃত হবে। এই লাইনে থাকবে বিশেষ মাল্টি-মোডাল কানেক্টিভিটির ব্যবস্থা। কীভাবে বিস্তৃত হবে এই পথ তা নিজে বোঝান রেলমন্ত্রী। কী কী সুবিধা পাওয়া যাবে এই রেলপথ জুড়ে গেলে তাও বর্ণনা করে কেন্দ্রীয় মন্ত্রী। এই রেল ট্রাক জুড়ে গেলে সুবিধা হবে পর্যটকদের। সহজ হয়ে যাবে তিরুপতি বালাজি মন্দির,চন্দ্রগিরি কেল্লা, কানিপাকাম বিনায়ক মন্দির ইত্যাদি দর্শন। এছাড়া প্রতিদিন হাজার হাজার মানুষ ভেলোরে আসেন চিকিৎসার জন্য। তাঁদের যাতায়াতেও সুবিধা হবে।
ভেলোরে যাবেন চিকিৎসা করাতে? যাতায়াতে বড় সুবিধা করে দিল রেল
Tirupati-Pakala-Katpadi line to be doubled soon
Union Cabinet approves ₹1,332 crore rail project @AshwiniVaishnaw @RailMinIndia pic.twitter.com/ulUBXmSX72
— South Central Railway (@SCRailwayIndia) April 10, 2025