কালবৈশাখী (Photo Credits: X)

West Bengal Weather Update: সপ্তাহান্তে কালবৈশাখীর (Kalbaisakhi) সংকেত দিল আবহাওয়া দফতর। দুপুর গড়াতেই নামবে আঁধার। আজ শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে আলিপুর হাওয়া অফিস। কালবৈশাখীর দেখা পেতে চলেছেন বঙ্গবাসী। আগামী ১৫ এপ্রিল, মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বৃষ্টির সঙ্গে বইবে দমকা বাতাস। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে আনুমানিক ৩০ থেকে ৪০ কিলোমিটার।

শনির সকাল সকাল আবহাওয়া দফতরের তরফে কালবৈশাখীর পূর্বাভাস মুখে হাসি ফুটিয়েছে রাজ্যবাসীর। তীব্র গরমে জ্বালা-পোড়া অবস্থা বাচ্চা থেকে বুড়ো সকলের। স্বস্তির বৃষ্টিতে এবার ভিজবে বাংলা। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শনিবার দক্ষিণের ৯ জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। জেলাগুলো হল নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া। তবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতেই।

রবিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে ৬ জেলায় (নদিয়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি)। সোমবার বিকেল এবং রাতের দিকে দক্ষিণের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঝড়বৃষ্টিতে তাপমাত্রার তেমন কোন পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া ভবন। ঝড়বৃষ্টির সময় তাপমাত্রা কিছুটা কমবে ঠিকই কিন্তু দিনের বেলায় রোদ উঠলে গরম বাড়বে।