
CSK vs KKR, IPL 2025: নারিনদের সুপার শোয়ে ধোনিরা নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৯ উইকেটে মাত্র ১০৩ করলেন। শেষ উইকেটে শিবম দুবে ও অনশুল কাম্বোজ ২৪ রান যোগ না করলে চিপকে ১০০ রানের গণ্ডি টপকাতো না চেন্নাইয়ের। কেকেআরের তিন স্পিনার সুনীল নারিন (৩/২০), বরুণ চক্রবর্তী (২/২২) ও মইন আলি (১/২০) দারুণ বল করলেন। পেসার হর্ষিত রানা (২/১৬)-ও অনবদ্য স্পেল করলেন। ৬৮৩ দিন পর আইপিএলে চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে নেমে এমএস ধোনি দেখলেন দলের ব্যাটিংয়ের পতন।
২ উইকে্টে ৫৯ থেকে ৯ উইকেটে ৭৯ হয়ে গিয়েছিল চেন্নাই
২ উইকেটে ৫৯ থেকে চেন্নাইয়ের শেষ ৭টা উইকেট পড়েছিল মাত্র ২০ রানের রানের মধ্যে। শেষ পর্যন্ত ৭৯ রানে ৯ উইকেট থেকে সিএসকে করল ১০৩। চেন্নাইয়ের মাত্র ৪ জন দু অঙ্কের রান করলেন। সর্বোচ্চ রান- শিবম দুবে (৩১ অপরাজিত)। দুই ব্যাটার আউট হলেন শূন্য রানে- রবীন্দ্র জাদেজা ও দীপক হুডা। এমএস ধোনি, রবীচন্দ্রন অশ্বিন ও নুর আহমেদ ব্যক্তিগত ১ রানে আউট হন। মইন আলির বলে চেন্নাইয়ে কিউই ওপেনার ডেভন কনওয়ে (১২)-র উইকেট দিয়ে চেন্নাইয়ের ইনিংসের ধস শুরু হয়। ঠিক তারপরের ওভারেই হর্ষিত রানার বলে আউট হন চেন্নাইয়ের অপর কিউই ওপেনার রচীন রবীন্দ্র (৪)। দলের ১৬ রানের মধ্যে দুই ওপেনার ফিরে যাওয়ার পর তৃতীয় উইকেটে কিছুটা লড়েন রাহুল ত্রিপাঠি ও বিজয় শঙ্কর।
চিপকের স্কোরবোর্ড
Innings Break!#KKR produce a bowling and fielding masterclass to restrict #CSK to their lowest total at home 🔥💜
Drop an emoji 👇 to describe KKR's performance!
Scorecard ▶ https://t.co/gPLIYGimQn#TATAIPL | #CSKvKKR | @KKRiders pic.twitter.com/H2b6ZwDvMq
— IndianPremierLeague (@IPL) April 11, 2025
দুরন্ত বোলিং নারিন, বরুণের
কিন্তু বরুণ চক্রবর্তীর দুরন্ত বলে বিজয় শঙ্করের (২৯)-র আউটের পর চেন্নাইয়ের ইনিংস তাসের ঘরের মত ভেঙে পড়ে। ৯.৩ ওভারে চেন্নাইয়ের স্কোর ছিল ২ উইকেটে ৫৯। সেখান থেকে ১৫.৩ ওভারে সিএসকে-র স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৭৫। এই মাঝের মহাধসে পরপর আউট হন রাহুল ত্রিপাঠি, অশ্বিন, জাদেজা, হুডা, ধোনি। নুর আহমেদও এরপরে আউট হয়ে যান। কিন্তু একেবারে শেষ উইকেটে ১১ নম্বরে নামা অনশুল কাম্বোজ-কে ২০ রান যোগ করে দলের লজ্জা কিছুটা কমান শিবম দুবে (২৯ বলে ৩১ অপরাজিত)।
কে কাকে আউট করলেন
নারিনের বলে আউট হন রাহুল, জাদেজা ও ধোনি। বরুণ চক্রবর্তী আউট করেন বিজয় শঙ্কর ও দীপক হুডা-কে। রচীন রবীন্দ্র ও অশ্বিন আউট হন হর্ষিত রানার বলে।