Gift Pack (Photo Credit: File Photo)

পয়লা বৈশাখ মানেই নতুন বছর, আর নতুন বলতেই সবার আগে মনে চলে যায় উপহারের দিকে। পয়লা বৈশাখে কোনও উপহার মিলবে না, তা তো হতে পারে না। এই দিন আপনার স্ত্রী (Wife) আপনার অর্ধাঙ্গিনী প্রিয় মানুষটিও বসে থাকেন উপহারের আশায়। চৈত্র সেলের গড়িয়াহাট, হাতিবাগান হোক বা  শপিং মল, অনলাইন হোক গিফট শপে ঘুরে বেড়ানো শুরু হয়েছে আরও ঢের আগে থেকেই। উৎসব মানে পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের জন্য উপহার কেনা। শুধু উপহার কিনলেই হবে? উপহার পেয়ে যেন প্রিয়জনের মুখে হাসি ফোটে, তা-ও ভাবতে হবে।

আরও পড়ুনঃMahavir jayanti 2025 : আজ মহাবীর জয়ন্তী: এই দিনটির গুরুত্ব ও ইতিহাস 

জেনে নিন কেমন উপহার দিয়ে তাঁর মন জয় করবেন।

গয়না: পয়লা বৈশাখ উপলক্ষে বাঙালি বাড়িতে নতুন গয়না কেনার রেওয়াজ রয়েছে অনেকদিন ধরেই ৷ তাই নববর্ষের দিন প্রিয়জনকে তার প্রিয় গয়নাটাই উপহার দিন। আপনার সাধ্যের মধ্যে থেকেই তাকে আনন্দ দিন এভাবে।

বই: নববর্ষের সঙ্গে বইয়ের যোগাযোগ আজকের নয়। এখনও নিয়ম করে পয়লা বৈশাখের দিন প্রচুর বই প্রকাশিত হয়। বহু প্রকাশক সেই রওয়াজ ধরে রেখেছে। তাই নতুন বই পয়লা বৈশাখের সেরা উপহার হবে নিঃসন্দেহে।

প্রসাধন: প্রসাধনও কিন্তু অনায়াসে থাকতে পারে উপহারের তালিকায়। প্রিয় মানুষটি যদি মেয়ে হয়, তাঁকে প্রসাধনের দ্রব্য উপহার দিয়ে খুশি করা যেতে পারে। সাজসজ্জার নানা জিনিস দিতে পারেন উপহার হিসেবে‌।

পোশাক: নববর্ষ মানেই বাঙালি বাড়িতে নতুন পোশাক পরবে সবাই। আর সেই পোশাকই হতে পারে বাংলা নববর্ষের সেরা উপহার। প্রিয়জনদের উপহার দিতে তাই পোশাককেই বেছে নিন।

কারুশিল্প: হাতে তৈরি নানা শৌখিন জিনিসও মন জয় করে নেয় প্রিয় মানুষদের। তাই শো-পিস থেকে ওয়াল হ্যাঙ্গিং, পেইন্টিং থেকে ঘর সাজানোর জিনিস উপহার দিন কাছের মানুষটিকে। নববর্ষের প্রথম দিন এভাবেই খুশি করুন তাঁকে।

যাঁরা লেখালেখি করতে পছন্দ করেন, তাঁদের জন্য নোটবুকও ভাবা যেতে পারে।