স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান গায়ত্রী বিশ্বকর্মা (ছবিঃX)

নয়াদিল্লিঃ গরিব (Poor) পরিবারদের (Family)বোকা বানিয়ে তাঁদের থেকে মেয়েকে অর্থের (Money)বিনিময়ে কিনে, তাঁদের চড়া দামে পাত্রপক্ষকে বিক্রি। রাজস্থানের (Rajasthan)স্বেচ্ছাসেবী সংগঠনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। ওই সংস্থার খপ্পর থেকে পালিয়ে পুলিশের দ্বারস্থ ১৬ জন তরুণী। গ্রেফতার ওই স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান গায়ত্রী বিশ্বকর্মা। জানা গিয়েছে, ওই স্বেচ্ছাসেবী সংস্থাটির নাম ‘গায়ত্রী সর্বসমাজ ফাউন্ডেশন’। জয়পুরের বসসি এলাকার সুজনপুরা গ্রামে ওই সংস্থার ডেরা।

রাজস্থানের স্বেচ্ছাসেবী সংগঠনের পর্দা ফাঁস, গ্রেফতার ৩

স্থানীয়রা জানতেন দেশে বিভিন্ন প্রান্ত থেকে তরুণীদের এনে ভাল পাত্রের হাতে তাঁদের তুলে দেওয়ার কাজ করত ওই সংস্থা। মূলত ওড়িশা, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ থেকে তরুণীদের নিয়ে আসা হত। এরপর বিয়ে দেওয়ার নাম করে তাঁদের মোটা টাকার বিনিময়ে বিক্রি করা হত। পুলিশ সূত্রে খবর, প্রায় পাঁচ লক্ষ টাকায় বিক্রি করা হত তরুণীদের এখানেই শেষ নয়, নাবালিকাদের বিবাহযোগ্য প্রমাণ করার জন্য বানানো হত নকল আধার কার্ড। গত রবিবার, ওই সংস্থা থেকে কোনওমতে পালিয়ে যায় এক নাবালিকা। সোজা পুলিশের দ্বারস্থ হয় সে। দায়ের হয় অভিযোগ। এরপরই ওই সংস্থার প্রধান গায়ত্রী ও তাঁর তিন সহকারীকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

গরিব ঘরের মেয়েদের তুলে এনে বিয়ে দেওয়ার নামে 'ব্যবসা', স্বেচ্ছাসেবী সংস্থার পর্দা ফাঁস, গ্রেফতার ৩