Srabanti Chatterjee (Photo Credit: Instagram)

কলকাতা, ১১ এপ্রিল: অবশেষে রোশন সিংয়ের সঙ্গে বিচ্ছেদ সম্পূর্ণ হল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee)। তৃতীয় স্বামী রোশনের সঙ্গে শ্রাবন্তীর বিচ্ছেদের মামলা বেশ কয়েক বছর ধরে চলে। অবশেষে রোশন সিংয়ের (Roshan Singh) সঙ্গে নায়িকার বিচ্ছেদে (Divorce) সিলমোহর দিল আদালত।

টলিউডের প্রথম সারির নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের তৃতীয় স্বামী ছিলেন রোশন সিং। জিমের প্রশিক্ষক হিসেবে পরিচিত রোশনের সঙ্গে পাঞ্জাবি মতে বিয়ে সারেন শ্রাবন্তী। বিয়ের পর রোশনের বাড়িতেও শ্রাবন্তীকে যেতে দেখা যায়। পাঞ্জাবি বধূর রূপে বিয়ের পর দেখা মেলে শ্রাবন্তীর। তবে কোনও কারণে রোশনের সঙ্গে শ্রাবন্তীর সংসার টেকেনি। তাঁদের বিচ্ছেদ হয়।

রোশনের আগে শ্রাবন্তী রেজিস্ট্রি বিয়ে সারেন কৃষ্ণ ব্রজ নামে এক মডেলের সঙ্গে। তবে ধর্মীয় মতে বিয়ে সারার আগেই কৃষ্ণ ব্রজের সঙ্গে শ্রাবন্তীর আইনি বিয়ে ভাঙে। তারপরই রোশনকে বিয়ে করেন নায়িকা।

প্রসঙ্গত টলিউজের পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে খুবই কম বয়সে বিয়ে সারেন শ্রাবন্তী। রাজীব এবং শ্রাবন্তীর একমাত্র ছেলে ঝিনুক  বর্তমানে বড় হয়ে গিয়েছে। রাজীব বিশ্বাসের সঙ্গে বিয়ে ভাঙার পর শ্রাবন্তীর জীবনের কৃষ্ণ ব্রজ এবং রোশনের আগমণ স্বামী হিসেবে।  তবে কোনও সম্পর্কই বেশিদিন টেকেনি অভিনেত্রীর। যা নিয়ে নায়িকাকে বিভিন্ন সময় একাধিক সমালোচনার মুখে পড়তে হয়।

তবে সমালোচনা যতই হোক না কেন, নিজের কাজে কখনও তার প্রভাব পড়তে দেননি শ্রাবন্তী চট্টোপাধ্যায়।