আভা পল সম্প্রতি ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করেছেন, যেটি ইতিমধ্যেই নজর কেড়েছে তার ভক্তদের মধ্যে। ‘হাউজ অ্যারেস্ট’ শিরোনামের এই নতুন ওয়েব সিরিজের অরিজিনাল কনটেন্টে তাকে দেখা যাচ্ছে একেবারে অন্য এক রূপে—যেখানে মোহ, রহস্য আর সাহসিকতা একসাথে মিশে গেছে। একেবারে সেক্সি মুডে ধরা দিচ্ছেন।
ভিডিওটির ছবি থেকেই বোঝা যাচ্ছে, আভা এই প্রজেক্টে তার গ্ল্যামারাস আর বোল্ড উপস্থিতি দিয়ে দর্শকদের মন কাড়ার জন্য প্রস্তুত। এক ছবিতে দেখা যাচ্ছে, আভা হাতে লাল পানীয় ভর্তি ক্রিস্টাল গ্লাস ধরে আড়ালে লুকিয়ে রেখেছেন মুখ—চোখের ভাষা বলছে অনেক কথা। আরেক ফ্রেমে তিনি ঝাড়বাতির আড়াল থেকে লম্বা সোফায় শুয়ে, যেন এক বন্দী নারী, যার শরীরে চড়া রঙের পোশাক আর হাতে লাল চুড়ি, মেহেদির নকশা—সব কিছুই নাটকীয়তাকে আরও বাড়িয়ে তুলেছে।
পোস্টারে আভা পল ক্যামেরার দিকে তাকিয়ে আছেন আত্মবিশ্বাসী ভঙ্গিতে। সেখানে বড় অক্ষরে লেখা ‘Aabha Paul in House Arrest’—যা এই ওয়েব সিরিজটির থিম ও চরিত্রের দিকেই ইঙ্গিত করে। 'উল্লু' অ্যাপের এই কনটেন্ট নিঃসন্দেহে তার ভক্তদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে চলেছে।
আভা পল বরাবরের মতোই সাহসী চরিত্রে, কিন্তু এবার তার মধ্যে আছে এক ধরণের রহস্য—যা কনটেন্টটিকে করে তুলছে আরও আকর্ষণীয়। ভিজ্যুয়াল আর অ্যাটিটিউড বলছে—এই ‘হাউজ অ্যারেস্ট’ শুধুমাত্র শারীরিক নয়, মানসিক দ্বন্দ্বও রয়েছে এর ভিতর।
আধুনিক হোক বা ভারতীয়, সাজ যেমনই হোক বোল্ড হট ও সেক্সি লুকের জন্য জনপ্রিয় আভা পল। সোশ্যাল মিডিয়াতেও হট ও সেক্সি লুকের জন্যই খুব জনপ্রিয় আভা। প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে দেখা যায় আভাকে। নিয়মিত নতুন নতুন লুকের ছবি এবং ভিডিও শেয়ার করেন তিনি। সাধারণত আধুনিক লুকে দেখতে পাওয়া গেলেও বিভিন্ন উৎসব বা ফটোশুটের জন্য ভারতীয় সাজেও দেখতে পাওয়া যায় অভিনেত্রীকে।
অভিনেত্রী আভা পল সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি বা ভিডিও পোস্ট করলেই খুব সহজেই তা ভাইরাল হয়ে যায়, তার প্রতিটি পোস্ট খুব পছন্দ করে তার ভক্তরা। সম্প্রতি শাড়ি পরে হট ফোটোশুটের ছবি ও ভিডিও শেয়ার করেন আভা পল। খোলা চুল, হালকা মেকআপ ও সেক্সি পোজ আরও বাড়িয়ে তুলেছে আভার সৌন্দর্য। আভার এই সাজ ও সৌন্দর্য দেখে চোখ সরাতে পারছে না ভক্তরা।