রাত পোহালেই রামনবমী (Ram Navami 2025)। ইতিমধ্যেই এই উৎসব ঘিরে শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC) এবং বিজেপির (BJP) মধ্যে দ্বন্দ্ব চরমে। রামনবমী (Ram Navami 2025) উপলক্ষ্যে শহর কলকাতার বিভিন্ন প্রান্তে একাধিক শোভাযাত্রার আয়োজন করা হতে চলেছে সেই অনুমান করে আগে থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে প্রশাসন। রবিবার, রামনবমী ঘিরে কোনরকম সাম্প্রদায়িক অশান্তি এড়াতে তিলোত্তমায় যান চলাচলের উপর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)।
বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা পুলিশের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর তাতেই রামনবমীতে (Ram Navami 2025) যান চলাচালে কী কী বিধিনিষেধ রয়েছে তা স্পষ্ট উল্লেখ করা হয়েছে।
কী কী বিধিনিষেধ?
- রবিবার, ৬ এপ্রিল বেলা ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কলকাতা পুলিশ। তবে কিছু জরুরি পরিবহণ যেমন, এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়াম, তেল, লুব্রিক্যান্ট, অক্সিজেন, সবজি, ফল, দুধ, মাছ এবং ওষুধ বহনকারী গাড়ি এই বিধিনিষেধের আওতায় পড়বে না।
- কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মী যদি মনে করেন তাহলে রামনবমীর শোভাযাত্রার রুটে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রয়োজনে গাড়ির রুট বদল কিংবা বন্ধ করে দিতেও পারবেন।
- এছাড়াও কর্তব্যরত ট্রাফিক পুলিশ চাইলে ফিডার রোড বা অন্যান্য রোডেও গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে পারেন।