Murshidabad Situation After Last Week (Photo Credit: X)

কলকাতা, ১৫ এপ্রিল: মুর্শিদাবাদে (Murshidabad Violence) ক্রমশ স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। আধা সেনার রুটমার্চ চলছে মুর্শিদাবাদের রাস্তায়। ফলে সংঘর্ষ-প্রবণ জঙ্গিপুরের পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে। রাজ্য পুলিশ, আধা সেনা, র্যাফ একযোগে টহলদারি শুরু করেছে। শান্তি ফেরানোয় যাতে কোনওরকম বাধা তৈরি না হয়, তার জন্য চেষ্টা শুরু হয়েছে একের পর এক করে। মুর্শিদাবাদে যখন একটু একটুু করে শান্তি ফিরছে, সেই সময় স্থানীয় দোকানপাট খোলার কাজও শুরু হয়েছে। যাঁরা এলাকা ছেড়েছিলেন ভয়ে, তাঁরাও ক্রমাগত ঘরে ফিরতে শুরু করেছেন। ফলে মুর্শিবাদাদের জঙ্গিপুরের পরিস্থিতি ক্রমাগত স্বাভাবিক হতে শুরু করেছে বলে খবর।

আরও পড়ুন: Murshidabad Violence: 'মুর্শিদাবাদের ঘটনায় মুখ্যমন্ত্রী চুপ কেন?', প্রশ্ন আদিত্যনাথের

ইতিমধ্যেই পুলিশ (West Bengal Police) ২০০-র বেশি মানুষকে গ্রেফতার করেছে। সুতি, রঘুনাথগঞ্জ, সামসেরগঞ্জ থেকে ইতিমধ্যেই ২২৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া (Social Media)  হ্যান্ডেলগুলির উপর নজরদারি শুরু করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ ১০৯৩টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলকে নিষিদ্ধ করেছে। গুজব ছড়ানোর অভিযোগেই ওই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিকে ব্লক করা হয়েছে বলে খবর।

সেই সঙ্গে জঙ্গিপুর, ধুলিয়ান, সুতি, সামসেরগঞ্জে কড়া  নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। ওই সমস্ত এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় কোনও ধরনের অশান্তির ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে। ফলে মুর্শিদাবাদে শান্তি ফিরছে। কোনওভাবে যাতে সংঘর্ষ-প্রবণ এলাকায় শান্তি বিঘ্নিত না হয়, সেই চেষ্টাই পুলিশ শুরু করেছে বলে খবর।

গত শনিবার উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বেশ কয়েকটি এলাকা। সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের ওই  এলাকাগুলি। যার জেরে ২ জনের প্রাণ যায়। সেই সঙ্গে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে মুর্শিদাবাদের বহু মানুষ ঘর, বাড়ি ছেড়ে মালদায় পালাতে শুরু করেন। যা পরিস্থিতিকে আরও সঙ্কটজনক করে তোলে।