KMC Elections 2021: কাল শহরে ভোট, স্পর্শকতার বুথ ১১৩৯টি, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত কমিশন
Kolkata Municipal Corporation (Photo Credits: Facebook)

কলকাতা, ১৮ ডিসেম্বর: কাল, রবিবার কলকাতা পুরসভায় ভোটগ্রহণ। শহরের ১৪৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ হবে। গতকাল, শুক্রবার বিকেলে প্রচার পর্ব শেষ হয়েছে। মোট ১১৩৯টি বুথকে স্পর্শকাতর হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যেখানে ১৪৪টি ওয়ার্ডে মোট ৪৯৫৯টি বুথে ভোট হবে। স্পর্শকাতর বুথ সবচেয়ে বেশি আছে সাত নম্বর বরোয়। সেখানে মোট ২৫০টি বুথ স্পর্শকাতর। এবার অবশ্য সব কটি বুথেই থাকছে সিসিটিভি। কমিশন সব দিকেই চাইছে ভোট যাতে শান্তিপূর্ণ ও স্বচ্ছতার সঙ্গে হয়। এবারের ভোটের আগে ভাল দিক হল, প্রচার পর্বে সেভাবে অশান্তির খবর নেই।

এবার কলকাতা পুরভোটে মূলত চতুর্মুখী লড়াই। তবে অনেকটা এগিয়ে থেকেই নামছে তৃণমূল। ২০১০ সাল থেকে কলকাতা পুরবোর্ড তৃণমূলের দখলে। গতবার ১১৩টি ওয়ার্ডে জিতে ক্ষমতায় এসেছিল দিদির দল। এবার সেই সংখ্যা ছাপিয়ে যাওয়ার চ্যালেঞ্জ তৃণমূলের কাছে। ক মাস আগে হওয়া বিধানসভা নির্বাচনে শহর কলকাতায় যেভাবে বিপুল ভোট পেয়ে জিতেছিলেন তৃণমূল প্রার্থীরা, এবার তাই পুরভোটে আরও ভাল কিছু হতে চলেছে বলে আশায় তৃণমূল কর্মী-সমর্থকরা। প্রচারে বিরোধীরা সেভাবে ঝড় তুলতে পারেনি। বামেরা তবু প্রচারে চেষ্টা করলেও, শহরের বেশ কিছু জায়গায় বিজেপি-র সংঘবদ্ধ প্রচার দেখা যায়নি। তবে বিজেপি নেতারা বলছেন, মানুষ ঠিকই তাদের ভোট দেবেন। আরও পড়ুন:  শুক্রকে টেক্কা শনির, আজ মরসুমের শীতলতম দিন; কয়েকদিনে আরও নামবে পারদ

এবার কলকাতা পুরভোট বিজেপি-র কাছে চ্যালেঞ্জের। বিধানসভা নির্বাচনে হারের পর তাদের একের পর এক নেতা তৃণমূলে ফিরে গিয়েছেন। জেলায় জেলায় বিজেপি ছাড়ার হিড়িক পড়ে, গোষ্ঠীদ্বন্দ্বে জরাজীর্ণ হয়ে যায় দল। কলকাতা পুরভোটে বলার মত ফল করলে ফের ফিরে আসতে পারে বিজেপি। আর খুব খারাপ ফল হলে নতুন রাজ্য সভাপতি সুশান্ত মজুমদারের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন আসবে। অন্যদিকে, ক মাস আগে বিধানসভা নির্বাচনে শূন্য হয়ে যাওয়া বামেদের কাছে কলকাতা পুরভোট বড় পরীক্ষায়। তরুণ ব্রিগেড, রেড ভলেন্টিয়ার্সদের ভোটের ময়দানে নামিয়ে লাল পতাকায় শহরবাসীরা আস্থা ফেরাতে চাইছে বাম নেতৃত্ব। বিজেপি-কে টপকে দু নম্বরে আসতে পারলে বামেরা বড় সাফল্য পাবেন।