JP Nadda (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ২৯ মে: বাংলা (West Bengal) সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। সম্ভবত ৭ ও ৮ জুন তিনি রাজ্যে থাকবেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে (General Elections 2024) দলের কৌশল কী হবে? তা নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন নাড্ডা। এর আগে এই মাসের প্রথম দিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) দু'দিনের সফরে রাজ্যে এসেছিলেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য, দলের বাংলা ইউনিটকে শক্তিশালী করতেই বিজেপি শীর্ষ নেতৃত্ব বারবার রাজ্য সফরে আসছে।

উনিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা আসনের মধ্যে ১৮টি আসন জিতেছিল। ক্ষমতাসীন তৃণমূল জিতেছিল ২২টি আসনে। তবে বিজেপির জয়যাত্রা মুখ তুবড়ে পড়ে একুশের বিধানসভা নির্বাচনে। ১০০ আসন টপকাতে পারেনি রাজ্য বিজেপি। তবে, এখানেই শেষ নয়। বিধানসভা নির্বাচন পর্ব মেটার পর থেকে দলের একাধিক সাংসদ শাসকদলে নাম লিখিয়েছেন। বিজেপি ছেড়েছেন কয়েকজন নেতা-নেত্রীও। আরও পড়ুন: Mahua Moitra: ডেলিভারি বয়দের জীবন ঝুঁকিতে রেখে দশ মিনিটে ডেলিভারির প্রতিশ্রুতি নিয়ে প্রতিবাদ মহুয়া মৈত্র-র

নাড্ডার সফরের বিষয়ে রাজ্য বিজেপির সহ-সভাপতি সৌমিত্র খান বলেন, "কেন্দ্রীয় নেতৃত্বের দ্বারা এই পরিদর্শন ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে পরাস্ত করতে দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করবে। যখন কেন্দ্রীয় নেতৃত্ব বাংলা সফর করবে, তখন রাজ্য ইউনিটের কর্মীদের মনোবল বৃদ্ধি পাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সফরের পরে কর্মীরা উদ্বুদ্ধ হয়েছিলেন। তাঁরা তখন থেকে আরও ভাল কাজ করছেন। বাংলার মানুষ মমতার অপসারণ চান। জেপি নাড্ডার সফরের পরে দলীয় কর্মীরা এই উদ্দেশ্যে আরও অনুপ্রেরণা পাবেন।"

দলের পরিকল্পনা সম্পর্কে বিশদ বিবরণ দিয়ে সৌমিত্র খান জানিয়েছেন, নাড্ডা দলীয় কর্মীদের সঙ্গে বেশ কয়েকটি সভা করবেন। দলের প্রতিটি সাংসদ কমপক্ষে ১০০ টি বুথে কাজ করবেন, যেখানে ২০১৯ এবং ২০২১ সালে দল হেরেছিল। বিধায়করা কমপক্ষে ২৫ টি বুথে কাজ করবেন। প্রায় ৬ জন কেন্দ্রীয় মন্ত্রীকে বাংলায় সংগঠনকে শক্তিশালী করার দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন স্মৃতি ইরানি, এসপি সিং বাঘেল।