কলকাতা, ২ নভেম্বর: বুধবার দিল্লি থেকে রাজ্যে আসছেন অমিত শাহ (Amit Shah)। বৃহস্পতিবার সভা রয়েছে তাঁর। বুধবার অণ্ডালে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী। থাকবেন দুর্গাপুরে। ৫ নভেম্বর একাধিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। বাঁকুড়ায় ৫ তারিখ একটি কর্মসূচি রয়েছে। একাধিক জেলায় তিনি কর্মসূচি পালন করবেন। শুক্রবার সল্টলেক ইজেডসিসিতে বৈঠক করবেন।
বাঁকুড়া ও কলকাতায় যে কর্মসূচি রয়েছে সেখানে দলীয় কর্মকর্তারা ছাড়াও থাকবেন রাজ্যের বিভিন্ন স্তরের মানুষ। তাদের সঙ্গে কথাবার্তা বলবেন কেন্দ্রীয় প্রকল্পগুলির সুযোগসুবিধা তারা পাচ্ছেন কিনা এবিষয়ে আলাপ আলোচনা হবে। ৫ তারিখ কলকাতায় বৈঠক সেরেই ৬ তারিখ দিল্লি ফিরবেন তিনি। আরও পড়ুন, কবে থেকে চলবে লোকাল ট্রেন? কী নিয়ম লাগু হবে? রাজ্য-রেল বৈঠকে কী সিদ্ধান্ত জানুন বিস্তারিত
পূর্ব পরিকল্পনা অনুসারে পুজোর পর পশ্চিমবঙ্গে আসার কথা ছিল অমিত শাহের। কিন্তু সেই সফর হচ্ছে না বলে জানিয়ে জেপি নাড্ডার সফরসূচি ঘোষণা করেছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পুরনো সফরসূচি মেনে অমিত শাহই আসছেন পশ্চিমবঙ্গে।