Representational Image (Photo Credits: Pixabay)

গন্তব্য ছিল অস্ট্রেলিয়া। কিন্তু জাল নথি বানানোর জন্য পশ্চিমবঙ্গকেই বেছে নিয়েছিল ৩ বাংলাদেশি যুবক। এমনকী সমস্ত কাগজপত্র দিয়ে বানাতেও দিয়েছিল পাসপোর্ট। আর তারপরেই বনগাঁ (Bangaon) থেকে গ্রেফতার করা হয় অনুপ্রবেশকারীদের। জানা যাচ্ছে বৃহস্পতিবার রাতে কলমবাগান এলাকা থেকে গ্রেফতার করা হয় তাঁদের। স্থানীয়রা সন্দেহ করলেই পুলিশে খবর দেয়। এরপর ঘটনাস্থলে বনগাঁ পুলিশ এসে তাঁদের জিজ্ঞাসাবাদ করে ধরে নিয়ে যায়। শুক্রবার সকালে তাঁদের আদালতে পেশ করা হলে ৭দিনের পুলিশি হেফাজতের দাবি করা হয়। তবে আদালত ৪দিনের মঞ্জুর করে।

গ্রেফতার ৩ বাংলাদেশি যুবক

ধৃতরা হল ইয়াসিন সরকার, মহম্মদ সোহাব মিয়া ও হাসান মিয়া। জানা যাচ্ছে, সম্প্রতি চোরাপথে তাঁরা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকেছিল। দালাল ধরে তাঁরা এদেশে এসেছিল। আর তারপরেই জাল পরিচয়পত্র করানোর চেষ্টা করে। সেই পরিচয়পত্র দেখিয়ে পাসপোর্ট বানিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি দেওয়া ছক কষেছিল যুবকরা। ইতিমধ্যেই তাঁদের গ্রেফতার করা হয়েছে। ়জেরা করে দালাল চক্র ও জাল নথি বানানোর চক্রের সদস্যদের ধরার চেষ্টা করছে পুলিশ।

জাল পাসপোর্টের আঁতুরঘর

জাল পাসপোর্ট ও নথিপত্র বানানোর আঁতুরঘরে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। ইতিমধ্যেই এই চক্রের এক মাথা মনোজ গুপ্তাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তাঁর থেকে যা তথ্য মিলেছে তাতে মাথায় হাত দুঁদে কর্তাদের। বিগত কয়েকবছরে প্রচুর বাংলাদেশিকে ভুয়ো পাসপোর্ট ও ভিসা বানিয়ে নেদারল্যান্ডস, জার্মানি, ইতালি কানাডায় পাঠানো হয়েছে। ২০১৭ সাল থেকে শুরু হয়েছে এই কারবার। গত কয়েকবছরে একাধিক বাংলাদেশিকে ভারতীয় সাজিয়ে ১২১-এর বেশি পাসপোর্ট বানিয়েছে এই মনোজ।