মালদার পর এবার কোচবিহার (Cooch Behar)। সীমান্তে কাঁটাতার দিতে বাধা দিচ্ছে খোদ বিজিবি। কোচবিহার জেলায় প্রায় ৫০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। যার মধ্যে ৫০ কিলোমিটারে কোনও কাঁটাতার দেওয়া নেই। অর্থাৎ এই অসুরক্ষিত জায়গা থেকেই চোরাকারবারীরা বেআইনি কাজকর্ম ঘটায়। বর্তমানে বাংলাদেশে যা পরিস্থিতি, তাতে এই দেশে বাড়ছে অনুপ্রবেশকারীদের সংখ্যা। সেই কারণেই শুক্রবার কোচবিহারের র (Mekhliganj) বাগডোকরা ফুলকাডারি গ্রামপঞ্চায়েতের দহগ্রাম লাগোয়া সীমান্তে ২ কিলোমিটার জায়গা অরক্ষিত রয়েছে।

বিএসএফের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

এদিন সকালে ভারতীয় গ্রামবাসীরা নিজেদের উদ্যোগেই সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজ শুরু করেছিল। প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত ফেন্সিংয়ের কাজ হয়েও গিয়েছিল। তারপরেই ঘটনাস্থলে যায় বিজিবি। এছাড়া ওপার বাংলার কয়েকজন গ্রামবাসীও সেখানে যায়। আর তারপরেই উত্তপ্ত হয় পরিস্থিতি। তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন বিএসএফ জওয়ানরা। তাঁদের মধ্যস্থতার পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। যদিও আজই ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সীমান্ত এলাকা সুরক্ষিত করা হবে বলে নিশ্চিত করেছে বিএসএফ।

দেখুন ভিডিয়ো

মালদার সীমান্তেও উত্তেজনা

কোচবিহার ছাড়াও গত বৃহস্পতিবার মালদার সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এমনকী বেশ কয়েকজন বাংলাদেশি ইট পাথর ছুড়েছিল বলেও অভিযোগ। তবে পরবর্তীকালে বিএসএফের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।