লক্ষ্মীরতন শুক্লা (Picture Source: Twitter)

কলকাতা, ১১ জুলাই: করোনার কোপে রাজ্যের আরেক মন্ত্রী। জাতীয় ও বাংলা দলের প্রাক্তন ক্রিকেটার তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার (Laxmi Ratan Shukla) স্ত্রী (Wife), স্মিতা সান্যাল শুক্লার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। শনিবার দুপুরে লক্ষ্মীরতন নিজেই সেই কথা জানান। স্মিতা রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মী। লক্ষ্মীরতন ছেন, ‘বর্তবলেমান করোনা পরিস্থিতিতে চারিদিকে কার্যত জরুরি অবস্থা। আর তার মধ্যে গত চার মাস ধরে টানা নিজের দায়িত্ব পালন করেছে স্মিতা। উপসর্গ দেখা দেওয়ায় ওর করোনা পরীক্ষা করা হয়েছিল। গত কাল, ১০ জুলাই সেই রিপোর্ট পজিটিভ এসেছে।’ তিনি আরও জানিয়েছেন, তাঁর দুই পুত্র ও বাবা-সহ গোটা পরিবারই নিজেদের হোম কোয়ারেন্টিনে রেখেছেন। বুধ বা বৃহস্পতিবার তাঁদের সকলেরই করোনা পরীক্ষা করা হবে।

গতকালই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানান টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick), অভিনেতা রঞ্জিত মল্লিক। করোনায় আক্রান্ত কোয়েলের মা দীপা মল্লিক ও স্বামী নিসপাল রানে। কোয়েল নিজেই টুইট সেই খবর জানান। কোয়েল জানান, তাঁর বাবা, মা, স্বামী এং তিনি কোভিড ১৯-এ আক্রান্ত। তবে বাড়িতেই রয়েছেন তাঁরা।

আরও পড়ুন, ২৫০-৩০০ জঙ্গি কাশ্মীরে অনুপ্রবেশের জন্য লঞ্চপ্যাডে অপেক্ষা করছে: সেনা

এদিকে রাজ্যে করোনা (Coronavirus) সংক্রমণে ফের রেকর্ড হয়। শুক্রবার করোনা আক্রান্ত হন ১ হাজার ১৯৮ জন। একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত ২৬ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্ত ২৭ হাজার ১০৯ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত ৮৮০ জন। সুস্থ হয়েছেন ১৭ হাজার ৩৪৮ জন। আজ সুস্থ হয়েছেন ৫২২ জন। সংক্রমিতের নিরিখে এখনও পর্যন্ত ৬৩.৯৯ শতাংশ মানুষ করোনাকে হারিয়ে সুস্থভাবে বাড়ি ফিরেছেন।