Jammu & Kashmir: ২৫০-৩০০ জঙ্গি কাশ্মীরে অনুপ্রবেশের জন্য লঞ্চপ্যাডে অপেক্ষা করছে: সেনা
প্রতীকী ছবি

শ্রীনগর, ১১ জুলাই: ২৫০-৩০০ জঙ্গি (Terrorists) লঞ্চপ্যাডে (Launch pads) অপেক্ষা করছে ভারতে অনুপ্রবেশ করে হামলা চালানোর জন্য। জানাল ভারতীয় সেনা (Indian Army)। আজ ভোরে নওগাম সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর অনুপ্রবেশের রুখে দেয় সেনা, ২ জঙ্গিকে নিকেশ করে। এর কয়েক ঘন্টা পরেই সেনাবাহিনী জানিয়েছে যে প্রায় ২৫০ থেকে ৩০০ জঙ্গি ভারতে অনুপ্রবেশের জন্য লঞ্চপ্যাডে অপেক্ষা করছে।

শনিবার উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে কমপক্ষে দু'জন জঙ্গিকে গুলি করে মারা হয়। আজ ভোরে নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনারা সন্দেহজনক গতিবিধি নজর করে বলে প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন। আরও পড়ুন: Coronavirus treatment: সঙ্কটজনক করোনা রোগীদের ক্ষেত্রে সোরিয়াসিসের চিকিৎসায় ব্যবহৃত ইটোলিজুমাব ব্যবহারের অনুমতি

পরে সাংবাদিক সম্মেলনে মেজর জেনারেল বীরেন্দ্র ভ্যাটস (Major General Virendra Vats) জানিয়েছেন, সীমান্তের ওপরে লঞ্চপ্যাডগুলিতে প্রায় আড়াইশো থেকে তিনশো জঙ্গি রয়েছে। লঞ্চপ্যাডগুলি ভর্তি রয়েছে।" তিনি আরও বলেন, নিয়ন্ত্রণ রেখার (LOC) পাশে সন্দেহজনক গতিবিধি শনাক্ত করার পরে সেনারা হামলা চালিয়েছিল। নওগাম সেক্টরে এলওসি বরাবর পাকিস্তানি পোস্ট থেকে সন্দেহজনক গতিবিধি দেখে। ফেন্স কেটে অনুপ্রবেশের চেষ্টা করা দুই জঙ্গিকে নিকেশ করা হয়।

১২টি ম্যাগাজিন, একটি পিস্তল, কয়েকটি গ্রেনেড সহ দুটি একে অ্যাসল্ট রাইফেল উদ্ধার করেছে। এছাড়াও ভারতীয় ও পাকিস্তানি মুদ্রায় প্রায় দেড় লাখ টাকাও উদ্ধার হয়।