WB HS Result (Photo Credit: X)

কলকাতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৫০ দিনের মাথায় আজ, ৭ মে ফলপ্রকাশ (WB HS Result 2025) হয়েছে। এ বছর মোট পাশের হার ৯০.৭৯%। ছাত্রদের পাশের হার ৯২.৩৮%, এবং ছাত্রীদের ৮৮.১৮%। পূর্ব মেদিনীপুর পাশের হার সর্বোচ্চ (৯৫.৭৪%), দ্বিতীয় উত্তর ২৪ পরগনা (৯৩.৫৩%) এবং তৃতীয় কলকাতা (৯৩.৪৩%)।

২০২৫ সালে পরীক্ষায় বসেছিলেন ৫ লক্ষ ৯ হাজার জন পড়ুয়া। পাস করেছেন ৪ লক্ষ, ৩০ হাজার, ২৮৬ জন। ছাত্রীর সংখ্যা ২ লক্ষ ২৫ হাজার, ৭৭৫ জন। ছাত্রের সংখ্যা ২ লক্ষ, ০৪ হাজার, ৫১১ জন। উচ্চ মাধ্যমিকে এবার পাশের হারে এগিয়ে ছাত্রেরা।

২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার পাশের হার ছিল ৮৯.৯৯%। ২০২৫ সালে পাশের হার ২০২৪ সালের তুলনায় ০.৮০% বেশি। এ বছর শতাংশের দিক থেকে বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তবে পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম ছিল (প্রায় ২.৫ লক্ষ কম)। ২০২৪ সালে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭.৫ লক্ষ। আরও পড়ুন: WBCHSE HS 12th Result 2025: আজ উচ্চমাধ্যমিকের রেজ়াল্ট, ঠিক দুপুর সাড়ে বারোটায় প্রকাশিত হবে দ্বাদশের ফল, কীভাবে দেখবেন

চলতি বছর পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হলে শিক্ষার্থীরা পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি (PPS) বা পোস্ট পাবলিকেশন রিভিউ (PPR) এর জন্য আবেদন করতে পারেন। আবেদনপত্র স্কুল থেকে সংগ্রহ করে ফি সহ জমা দিতে হবে। কম্পার্টমেন্ট পরীক্ষা জুলাই/আগস্ট ২০২৫-এ অনুষ্ঠিত হবে, এবং ফলাফল সেপ্টেম্বরে প্রকাশিত হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যারা এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো, তোমাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানাই! আশা করি তোমরা ভবিষ্যতে আরো সাফল্য পাবে – দেশ ও দশের মুখ আরো উজ্জ্বল করবে।’