HS result Out Today (Photo Credit: Latestly)

কলকাতা, ৭ মে: বুধবার উচ্চ মাধ্যমিকের (WBCHSE HS Result) ফল প্রকাশ। ৭ মে দুপুর সাড়ে বারোটায় বেরোবে উচ্চ মাধ্যমিকের ফল (WBCHSE HS 12th Result 2025)। মাধ্যমেকির পর এবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করবে বোর্ড। আজ সাড়ে বারোটায় যখন উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে, তখন কীভাবে রেজ়াল্ট দেখবেন। নীচে দেওয়া হল সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক।

আরও পড়ুন: CBSE Class 10th, 12th Result 2025: কবে সিবিএসই-র ফল প্রকাশ? দশম, দ্বাদশের রেজ়াল্ট কীভাবে দেখবেন, কোন ওয়েবসাইটে লগ ইন করবেন দেখুন

দেখে নিন কীভাবে দেখবেন উচ্চমাধ্যমিকের রেজ়াল্ট...

প্রথমে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকুন এবং সেখান থেকে নম্বর দেখুন।

wbchse.wb.gov.in

WBCHSE Class 12 Result

অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে নিজের রোল নম্বর, জন্মের তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ দিয়ে নতুন একটি পাতা খুলুন

এরপর যা যা চাইবে, সে অনুযায়ী তথ্য দিন ওয়েবসাইটে

নির্দেশ মত সমস্ত তথ্য দিলে আপনার রেজ়াল্ট বেরিয়ে আসবে। রেজ়াল্ট বেরোলে তার প্রিন্ট আউট বের করে নিন।

ফল প্রকাশের পর অনলাইনের মাধ্যমেই পড়ুয়ারা নিজেদের মার্কশিট বের করে নিতে পারবেন। তবে প্রিন্ট আউট হাতে পেলেও স্কুলে গিয়ে আসল কপি নিতে হবে পড়ুয়াদের।

প্রসঙ্গত ২০২৪ সালের ৮ মে বেরিয়েছিল উচ্চমাধ্য়মিকের রেজ়াল্ট। গতবার ৭,৫৫,৩২৪ জন উচ্চমাধ্যমিকের পরীক্ষায় বসেন। যাঁদের মধ্যে ৯০ শতাংশ পড়ুয়া উত্তীর্ণ হন। গতবার যে পড়ুায়ারা উচ্চমাধ্যমিক পাশ করেন, তাঁদের মধ্যে ৪০ শতাংশ ৬০% এর উপর নম্বর পান। ৭০ শতাংশের নম্বর থাকে ২২.৩৮ শতাংশ পড়ুয়ার মার্কশিটে। ৮০% এর উপর নম্বর পান ৮.৪৭ শতাংশ পড়ুয়া। ৯০%এর উপর নম্বর পান ১.২৩ শতাংশ পড়ুয়া। এবারও সেই ধারা বজায় থাকে কি না, সেদিকে তাকিয়ে প্রত্যেক ছাত্র ছাত্রী।