Representational Image (Photo Credits: Pixabay)

কলকাতা, ৭ জুন: করোনায় (COVID-19) মৃত্যু হলে প্রিয়জনের দেহ শেষবারের মতো দেখার সুযোগ পেতেন না বাড়ির লোক। হাসপাতাল থেকেই পুরকর্মীরা দেহ নিয়ে চলে যান। পরিবার মৃতদেহ দেখতে পারবে এই কথা আগেই জানিয়েছিল রাজ্য সরকার। মৃতদেহ দেখার বিষয়ে যাবতীয় সতর্কতা অবলম্বন করতে হবে বলেও জানানো হয়েছে। হাসপাতালে একটি নির্দিষ্ট জায়গায় নিরাপদ দূরত্ব থেকে দেহ দেখতে পাবেন পরিজনরা৷ পরিবারের সদস্যরা যাতে মৃতদের শেষবারের মতো দেখতে পান, তার জন্য স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগে দেহ রাখা থাকবে। এবার একধাপ এগিয়ে এই নিয়মেরও কিছুটা বদল করা হল। এর ফলে মৃত ব্যক্তির প্রতি শেষশ্রদ্ধা জানাতে পারবেন পরিবারের সদস্যরা।

শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর থেকে সংশোধিত একটি প্রোটোকল প্রকাশ করা হয়েছে। স্বজনহারা পরিবারের আবেগের কথা মাথায় রেখেই এই নিয়ম বদল বলে সরকারি আধিকারিকরা জানিয়েছেন। স্বাস্থ্য দফতরের ওই নির্দেশিকায় বলা হয়েছে, মৃতদেহ সৎকার কোভিড-১৯ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দিক। মৃতদেহ সৎকারের ক্ষেত্রেও কতগুলি কঠোর নিয়ম আছে। আরও পড়ুন, করোনায় মৃতদের দেহ দেখতে পাবে পরিজনরা, সিদ্ধান্ত রাজ্য সরকারের

স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী, কোনও করোনা রোগীর মৃত্যু হলে ১ ঘণ্টার মধ্যে সেই খবর তাঁর পরিবারকে জানাতে হবে। মুখ দেখা যাবে এমন স্বচ্ছ প্লাস্টিকের বডি কভারে দেহ মোড়া রাখতে হবে। আগে যে সমস্ত বডি কভার হাসপাতালগুলিতে পাঠানো হয়েছিল তা ব্যবহার করা যাবে না। যে হাসপাতালে রোগীর মৃত্যু হবে তাদের দায়িত্ব হল মৃতের আত্মীয়দের ভালোভাবে স্যানেটাইজ করা গ্লাভস, মাস্ক ইতাদি দেওয়া। পরিবারের সদস্যরা যাতে শেষশ্রদ্ধা জানাতে পারেন সে জন্য দেহ উপযুক্ত স্থানে ৩০ মিনিট শায়িত রাখতে হবে। তবে শেষ শ্রদ্ধাটুকুই। দেহ পরিবারের হাতে দেওয়া হবে না। নির্দিষ্ট SOP অনুসারে দেহ সৎকার করবে প্রশাসনই।