কলকাতা: সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ সাহাজানের (TMC leader Shahjahan Sheikh) বাড়িতে আর্থিক দুর্নীতির তদন্ত করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডির আধিকারিকরা (ED officials)। পরে উলটে তাঁদের নামেই এফআইআর (FIR) দায়ের করেছিল বসিরহাট থানা (Basirhat Police)। শ্লীলতাহানি, চুরি ও মারধরের ধারা নথিভুক্ত হয়েছিল তাতে। পাশাপাশি তাতে উল্লেখ করা হয়েছিল যে শেখ সাজাহানের বাড়ি থেকে এক লক্ষ ৩৫ হাজার টাকা চুরিও হয়েছে। আরও পড়ুন: BJP Protest In Nazat: সন্দেশখালিতে ইডির উপর হামলার প্রতিবাদে ন্যাজাট পুলিশ স্টেশনে বিজেপির ডেপুটেশনে উত্তেজনা, দেখুন ভিডিয়ো
বৃহস্পতিবার ওই এফআইআরের উপর স্থগিতাদেশ (stay order) জারি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কলকাতা পুলিশকে এই বিষয়ে ১৮ জানুয়ারি অর্থাৎ আগামী বৃহস্পতিবার কেস ডায়েরির হলফনামা দাখিলও করতে বলেছে। তারপরে প্রয়োজন হলে ইডি উত্তর দেবে বলে জানিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ২২ জানুয়ারি। আরও পড়ুন: Kunal Ghosh On Ram Temple: রাম মন্দিরের দ্বারোদঘাটনে না যাওয়ার বিষয়ে কংগ্রেসকে সমর্থন, ভিডিয়োতে শুনুন তৃণমূলের অবস্থান প্রসঙ্গে কী বললেন কুণাল ঘোষ!
Calcutta High Court passes a stay order on the FIR that had been registered by Kolkata Police. Court asks the respondent to file an affidavit of the case diary by next Thursday, 18th January and any reply by the ED if needed after that. Next hearing scheduled for 22nd January.…
— ANI (@ANI) January 11, 2024