কলকাতা: আগামী ২২ জানুয়ারি দ্বারোদঘাটন হবে অযোধ্যার (Ayodhya) রাম মন্দিরের (Ram Temple)। প্রাণ প্রতিষ্ঠা (pranpratishtha) হবে রামের নতুন মূর্তিরও। সেই অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র পাওয়ার পরেও যেতে অস্বীকার করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জ্জুন খাড়গে (Mallikarjun Kharge), সোনিয়া গান্ধী (Sonia Gandhi) ও অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। এই অনুষ্ঠানটি বিজেপি (BJP) ও আরএসএস (RSS)-এর ইভেন্ট (event) বলে দাবি করে সেকারণেই তাঁরা সেখানে যাচ্ছেন না বলে দাবি করেছেন। যা নিয়ে তীব্র কটাক্ষ ও সমালোচনা করা হচ্ছে বিজেপির তরফে। এবার এই প্রসঙ্গে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের পাশেই দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (TMC West Bengal State General Secretary Kunal Ghosh)। আরও পড়ুন: National Anthem Disrespect Case: ফের ধাক্কা রাজ্য সরকারের! জাতীয় সঙ্গীত অবমামনা মামলায় বিজেপি বিধায়কদের স্বস্তি ডিভিশন বেঞ্চেও
বুধবার সন্ধ্যায় এপ্রসঙ্গে তিনি বলেন, "আমাদের নেত্রী সবকিছু পরিষ্কার করে দিয়েছেন। আমরা সকল ধর্মকে (religions) সম্মান (respect) করি। আমরা ভগবান রামের (Lord Ram) পুজো (worship) করি। কিন্তু, এই রাম মন্দিরের অনুষ্ঠানে আরএসএস ও বিজেপির প্রতীকের (symbol) অপব্যবহার (Misuse) করা হচ্ছে। ধর্মের নামে মানুষকে বিভক্ত (divide) করতে এর অপব্যবহার করা হচ্ছে। তাই আমরা এই বিশেষ ঘটনার বিরোধিতা (oppose) করছি, ভগবান রামের বিরোধিতা করছি না।" আরও পড়ুন: Suvendu Attacks Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতির রানী বলে আক্রমণ, ভিডিয়োতে শুনুন শুভেন্দু অধিকারীর বক্তব্য
দেখুন ভিডিয়ো:
#WATCH | On Mallikarjun Kharge, Sonia Gandhi & Adhir Ranjan Chowdhury declining the invitation to 'pranpratishtha' ceremony of Ram Temple in Ayodhya and BJP's criticism for it, TMC West Bengal State General Secretary Kunal Ghosh says, "Our leader has made everything clear. We… https://t.co/HKG9WUoCzY pic.twitter.com/iOdSkXObsZ
— ANI (@ANI) January 10, 2024