Photo Credits: ANI

ন্যাজাট: সন্দেশখালিতে (Sandeshkhali) তৃণমূল কংগ্রেস নেতা শেখ সাহাজানের অনুগামীদের হাতে ইডি আধিকারিকরা (ED officials) আক্রান্ত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার ন্যাজাট থানায় ডেপুটেশন দিতে আসে বিজেপি। আক্রমণের ঘটনার পর থেকে বেশ কয়েকদিন হলেও শেখ সাহাজান কেন এখন ধরা পড়েনি তা জানতে চেয়ে ওই ডেপুটেশন কর্মসূচি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে রূপায়ণ করা হবে বলে আগে চিঠিও দিয়েছিল বিজেপি। আরও পড়ুন: Kunal Ghosh On Ram Temple: রাম মন্দিরের দ্বারোদঘাটনে না যাওয়ার বিষয়ে কংগ্রেসকে সমর্থন, ভিডিয়োতে শুনুন তৃণমূলের অবস্থান প্রসঙ্গে কী বললেন কুণাল ঘোষ!

আর তা পাওয়ার পরেই গতকাল আচমকা নোটিস (protest) দিয়ে আজকে ন্যাজাট থানা (Nazat police station) এলাকায় ১৪৪ ধারা জারি করে দেয় প্রশাসন। তাদের কর্মসূচিকে বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে অভিযোগ জানিয়ে বৃহস্পতিবার নির্ধারিত সময়েই কর্মসূচি শুরু করেছে বিজেপি (BJP)। তাদের প্রতিবাদ মিছিলকে ঘিরে যথেষ্ট উত্তেজনা গোটা এলাকায়। আরও পড়ুন: National Anthem Disrespect Case: ফের ধাক্কা রাজ্য সরকারের! জাতীয় সঙ্গীত অবমামনা মামলায় বিজেপি বিধায়কদের স্বস্তি ডিভিশন বেঞ্চেও

দেখুন ভিডিয়ো:

s